কলকাতা: নিজের শর্তে চলেন স্বস্তিকা মুখোপাধ্যায়ের (Swastika Mukherjee)। আলোচনা-সমালোচনাকে পাত্তা দেন না অভিনেত্রী। নিজের জন্য যখন যেটা মনে হয় তখন সেটাই করেন। এবার বদলে ফেললেন হাতের ট্যাটু (Swastika Mukherjee Tattoo)। গঙ্গা ফড়িংয়ের মুড বদলে ফেললেন স্বস্তিকা। কয়েক বছর আগে বাঁ হাতে ট্যাটু করিয়ছিলেন গঙ্গাফড়িংয়ের। তবে সেই গঙ্গা ফড়িং নাকি ছিল ‘দুঃখী’। এবার গঙ্গাফড়িংয়ের মুড বদলে ফেললেন। এখন সে খুশি। দেখে নেব অভিনেত্রীর সুখী ট্যাটু
গঙ্গাফড়িং ভালবাসেন স্বস্তিকা মুখোপাধ্যায়। তাই ভালোবেসে কয়েক বছর আগে বাঁ হাতে ট্যাটু করিয়ছিলেন গঙ্গাফড়িংয়ের। কিন্ত সেই ফড়িং নাকি দুখী। বদলে গেল গঙ্গাফড়িংয়ের মুড। এখন সে খুশি। অভিনেত্রী ট্যাটুর ছবি পোস্ট করে লিখছেন, ” আমার বাঁ হাতের কবজিতে পোড়া দাগ আছে। চেয়েছিলাম সেটাকে ঢাকতে। বন্ধুদের সবসময় বলি, আমি যেন বাঁ হাতটাকে ক্ষতের কাছেই সমর্পণ করেছি। চেয়েছিলাম বাঁ হাতটিকে হেন খুশি দেখায়। আর তখনই প্রিয় বন্ধু আলাপ করায় পৃথ্বীরাজ-এর সঙ্গে। আমার হাতের পুরনো গঙ্গাফড়িংকে দেখে মনে হচ্ছে সে যেন উড়তে রাজি। স্বস্তিকার ‘নতুন ফড়িং’কে পছন্দ হয়েছে অনুরাগীদের। প্রশংসায় ভরেছে কমেন্ট সেকশন।
আরও পড়ুন:প্রকাশ্যে এল ‘সরজমিন’-এর ফার্স্ট লুক
View this post on Instagram
অন্য খবর দেখুন