কলকাতা: স্বস্তিকা মুখোপাধ্যায়ের (Swastika Mukherjee) বোল্ডনেসে আঠারো তন্বীরাও হিংসা করেন। টলিপাড়ায় স্পষ্টবক্তা হিসেবে পরিচিত স্বস্তিকা মুখোপাধ্যায়। ফিল্টার শব্দটা তাঁর ডিকশনারিতে নেই ৷ এবার অভিনেত্রীকে দেখা গেল কালো লিনেন শাড়িতে। তাঁর দিক থেকে চোখ ফেরানোর দায়।
সোজা কথা প্রকাশ্যে বলতে সংকোচ বা দ্বিধা কোনওটাই করেন না ৷ ট্রোলড নামক বিষয়বস্তুকেও তোয়াক্কা করেন না ৷ ছকভাঙা জীবনে অভ্যস্ত স্বস্তিকা (Swastika Mukherjee)। আর এখানেই সকলের থেকে তাকে আলাদা করে। বোল্ড ব্যক্তিত্ব ও খোলামেলা ড্রেসিংয়ের জন্য সবসময়ই শিরোনামে থাকেন তিনি। যে কোনও পোশাকেই নিজেকে এত সুন্দর করে মেলে ধরেন। এবার কালো শাড়িতে নিজেকে মেলে ধরেছেন তিনি। এই ছবি ইতিমধ্যেই ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। একটি কালো রঙের লিনেন শাড়ি পরেছেন স্বস্তিকা (Swastika Mukherjee In Saree)। সঙ্গে সাদা ব্লাউজ। এই শাড়িতে অপূর্ব দেখাচ্ছে তাঁকে। তাঁর সাজে সাধারণ ছোঁয়াতেই তিনি অপরূপা হয়ে উঠেছেন। ছবিতে স্বস্তিকার মন খুলে হাসছেন। তাঁর প্রাণচ্ছ্বল হাসি পুরুষ হৃদয়ে ঝড় তুলেছে।
View this post on Instagram
আরও পড়ুন:দিঘার সমুদ্র সৈকতে ‘ফ্যামিলি টাইম’ কাটালেন দেব
অন্য খবর দেখুন