‘খেলা যখন ‘ ছবির শ্যুটিং এ ব্যস্ত অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়। বিকাল চুল, ফুল প্যান্ট পাঠে ছোট ব্যাগ ক্যামেরার উপর দিয়ে লাফ দিয়ে দৌড় লাগালো একটি মেয়ে, ভালো করে লক্ষ করে দেখা গেল ইনি অভিনেত্রী সুস্মিতা। ।
পরিচালক অনিন্দ চট্টোপাধ্যায়ের ছবি প্রেমটেম থেকে প্রথম দর্শকের চোখে পড়েন অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়। এর পর সৃজিতের এক্স ইকুয়াল টু প্রেমের কাজ শেষ করেছেন। এর আগে দর্শকদের মন জয় করেছেন মারাদোনার জুতো সিরিজে অভিনয় করে। তবে পরিচালক অরিন্দম শীলের ছবি ‘খেলা যখন’ এ একদম ভিন্ন চরিত্রে দেখা যাবে তাঁকে।
আরও পড়ুন:ছায়াছবিতে ভবিষ্যতের গল্প
শ্যুটিংয়ের ফাঁকেই জানালেন, এই ছবি মুলত অ্যাকশন থ্রিলার, তাই চরিত্র নিয়ে বেশকিছু বলতে পারবেন না। তবে এর আগের কাজের থেকে তাঁর চরিত্র একদম আলাদা। এই ছবির জন্য নতুন লুক দেওয়া হয়েছে। আসানসোল থেকে কলকাতায় এসে মডেলিং দিয়ে কাজ শুরু করেছিলেন, এখন বেশ কিছু ছবির কাজ করছেন তিনি। খেলা যখন ছবির কাজ শেষ করেই অঙ্কুশের সঙ্গে নতুন ছবির শ্যুটিং নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন ।
তাঁর মতে, ‘খলা যখন ছবিতে আমার চরিত্র খুব ম্যচিওর । মিমি দির সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পারছি, পরিচালক অরিন্দম শীল, দর্শক আমাকে একদম অন্য অবতারে দেখা যাবে। ‘প্রেমটেম’ থেকে শুরু করে ‘খেলা যখন ‘ এ অমি বহুমুখী চরিত্র করার সুযোগ পাচ্ছি।”
ছবির নাম ‘খেলা যখন ‘, শ্যুটিংয়ে প্রচুর অ্যাকশন দৃশ্য রয়েছে এর জন্যই তিনি মার্শাল আর্ট এর ট্রেনিং নিয়েছেন । ছবির গল্প নিয়ে বলতে গিয়ে নায়িকা জানান, ” প্রচুর খেলা হচ্ছে, স্বপ্ন ও বাস্তবের মধ্যে খেলা, আমরা যা দেখি তা সম্পূর্ণ সত্য নাও হতে পারে , এমনই বাস্তব ও স্বপ্নের খেলা চলবে। ” এই ছবিতে অ্যাকশন দৃশ্য করে খুবই খুশি সুস্মিতা। তাঁর কথায় দর্শকদের ভালোবাসায় আপ্লুত তিনি , আরো ভালো কাজ করতে উৎসাহিত হচ্ছেন তিনি।