কলকাতা: ‘বরণ’ (Boron) ধারাবাহিকের মাধ্যমে সকলের মনে জায়গা করে নিয়েছিলেন অভিনেতা (Actor) সুস্মিত মুখোপাধ্যায় (Sushmit Mukherjee)। এরপর তাঁকে দেখা গিয়েছিল ‘মাধবীলতা’ সিরিয়ালে। কিন্তু কয়েকমাসের মধ্যেই সেটি বন্ধ হয়ে যায়। সেই থেকে ছোটপর্দা থেকে দূরেই আছেন অভিনেতা। তবে শোনা যাচ্ছে, খুব শীঘ্রই তিনি আবার ফিরতে চলেছেন। এবার স্টার জলসা, সুস্মিতকে দেখা যাবে জি বাংলার পর্দায়।
এই বিষয়ে অভিনেতা জানিয়েছেন, “হ্যাঁ, এটা ঠিক যে প্রাথমিকভাবে কথাবার্তা হয়েছে। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তাই আমি কিছু জানি না।” তাঁর কথায়, “এই মুহুর্তে বেশি কিছু বললে সেটা উচিত হবে না। সত্যি যদি কথা চূড়ান্ত হয় তাহলে সবাই জানতে পারবে। বলার মতো অবস্থায় এখনও কিছু আসেনি।”
আরও পড়ুন:Mukut | TRP | টিআরপি কম! খুব শীঘ্রই শেষ হতে চলেছে ‘মুকুট’
উল্লেখ্য, ‘মাধবীলতা’ সিরিয়ালে শ্রাবণী ভুঁইঞার সঙ্গে জুটি বাঁধেন সুস্মিত। স্নেহাশিস চক্রবর্তীর ধারাবাহিক ভালো টিআরপি থাকা স্বত্ত্বেও বন্ধ করে দেয় চ্যানেল। এরপর শ্রাবণীকে দেখা যায় স্নেহাশিসের ‘মুকুট’ ধারাবাহিকে। তবে এতদিন ধরে লাইট ক্যামেরা অ্যাকশন থেকে দূরে সুস্মিত। তবে সে অপেক্ষা বর্তমানে মিটতে চলেছে। খুব জলদিই ছোট পর্দায় ফিরছেন অভিনেতা। টেলিপাড়ায় গুঞ্জন, আগস্ট মাসেই এই ধারাবাহিকের শেষ শ্যুট হয়ে যাবে। কারণ টিআরপি-র অভাবে বন্ধ করে দেওয়া হবে ‘মুকুট’ ধারাবাহিক।