মুম্বইয়ে দশ ফুট বাই দশ ফুটের ঘরে বড় হয়ে উঠেছেন ভিকি কৌশল। কিন্তু মাত্র ছয় বছরের কেরিয়ারে তিনি আজ বলিউডের অন্যতম সেরা অভিনেতাদের মধ্যে একজন। শুধু তাই নয় এখন তিনি বলিউডের অন্যতম সেরা অভিনেত্রী হার্টথ্রব ক্যাটরিনা কাইফের স্বামী। দশ ফুট বাই দশ ফুটের ঘর ভিকিকে ভুলিয়ে দিতে চেয়েছেন ক্যাটরিনা। ভিকিকে তাঁর নিজের উপহার ১৫ কোটি টাকার ফ্ল্যাট। যা দেখে চমকে উঠেছেন ভিকি। বিয়ের পর সেখানেই থাকবেন তাঁরা।ভিকি নিজের অভিনয় দক্ষতা দিয়েই বলিউড দর্শকদের মন জয় করে নিয়েছেন।
বাবা শ্যাম কৌশল ছিলেন বলিউডের একজন সফল অ্যাকশন ডিরেক্টর। তা সত্ত্বেও বলিউডে তাঁর জায়গা করে নিতে বেশ সময় লেগেছে। আসলে বাবা শ্যাম কৌশল বলিউডের বাস্তবটা অনেক বেশি জানতেন তাই তিনি চাইতেন না ছেলে এই ইন্ডাস্ট্রিতে কাজ করুক। ইঞ্জিনিয়ারিং পাশ করে তিনি একটি ছোট কোম্পানিতে কাজে যোগ দিয়েছিলেন।কিন্তু কিছুদিনের মধ্যেই সে কাজ ছেড়ে দিয়ে তিনি বাবার সঙ্গে ছবির কাজে যুক্ত হন। সেখান থেকেই তার বলিউড সিনেমার প্রতি আগ্রহ জন্মায়। তারপর শুরু হয় তার অভিনয় প্রশিক্ষণ। পরে অনুরাগ কাশ্যপের টিমে সদস্য হন তিনি। ‘গ্যাংস অফ ওয়াসিপুর’ ছবিতে ভিকি ছিলেন সহ-পরিচালকের ভূমিকায়। তারপর বেশ কিছু ছবিতে অভিনয় করে দর্শকদের চমকে দিয়েছিলেন তিনি।
কম বয়সের ভিকি-ক্যাট
কিন্তু ২০১৯ সালের ‘উরি’ ছবিতে তিনি জাতীয় পুরস্কার পেয়ে সকলের হৃদয়ে জায়গা করে নিলেন। বি-টাউনের বেশিরভাগ নামিদামী পরিচালক এর পছন্দের শীর্ষে নায়ক হিসেবে রয়েছেন ভিকি। ক্যাটকে ধুমধাম করে রাজকীয় বিয়ে করার পর খবরের হেডলাইনে তাঁরা এখন দুজনে। এখন তাঁরা বিয়ে পর্ব নিয়ে ব্যস্ত। রাজস্থানে বিয়ের পর এখন মুম্বইতে চলছে রিসেপশন এর প্রস্তুতি। ক্যাটরিনার উপহার গ্রহণের পর্ব এখনো চলছে। বহু বলিউড সেলিব্রিটিকে বিয়েতে আমন্ত্রণ করতে পারেননি তাঁরা।সেজন্য সোশ্যাল মিডিয়ায় দুঃখ প্রকাশ করে লিখেছেন। তাই তারা মুম্বইতে দেবেন রিসেপশন পার্টি। ভিকি তার স্বপ্ন সুন্দরী ক্যাটরিনাকে বেঁধেছিলেন নীলকান্তমণি আংটিতে। বাগদানের সেই আংটির দাম ছিল ১.৩ কোটি টাকা। কিন্তু সেই উপহার কে পিছনে ফেলে উপহারের ঝুলি উপুর করে দিয়েছে ক্যাটরিনার দুই প্রাক্তন প্রেমিক।
তার প্রাক্তন অভিনেতা সলমন খান তাকে উপহার দিয়েছেন ৩ কোটি টাকা দামের একটি গাড়ি। উপহার দেওয়ার প্রতিযোগিতায় ক্যাটরিনার আর এক প্রাক্তন রনবীরও পিছিয়ে ছিলেন না। তিনি তার পুরোনো প্রেমিককে পাঠিয়ে দিয়েছেন ২.৭ কোটি টাকা দামের হিরের নেকলেস।প্রাক্তন বয়ফ্রেন্ডদের উপহারের বহর দেখে ক্যাট যেমন চমকে উঠেছেন,তেমনই চমকে দিয়েছেন ক্যাটরিনার উপহার ভিকিকে। এরা ছাড়াও আলিয়া ভাট লক্ষ টাকার সুগন্ধি পাঠিয়ে দিয়েছেন লেখাটির জন্য অনুষ্কা শর্মাও হীরের কানের দুল পাঠিয়েছেন। ‘বাদশা’ শাহরুখ পাঠিয়েছেন মূল্যবান পেইন্টিং।