‘ ইন্ডিয়ান আইডল ১২’- গানের রিয়েলিটি শো ইতিমধ্যেই বহু দর্শকদের আকৃষ্ট করেছে। এই পর্ব অর্থাৎ সিজন-১২ ইতিমধ্যেই বিতর্কিত এবং যথেষ্ট জনপ্রিয় হয়েছে। আগামী ১৫ অগাস্ট স্বাধীনতা দিবসে জনপ্রিয় এই রিয়েলটি শোয়ের দুরন্ত ফাইনাল দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে দর্শকরা। সপ্তাহান্তে অভিনেতা রণধীর কাপুর উপস্থিত থাকবেন এই শোএর বিশেষ অনুষ্ঠানে। ‘রনধীর কাপুর স্পেশাল’ এই এপিসোডে স্টার ছবির কিছু হিট ট্র্যাকের সঙ্গে গান গাইবেন চূড়ান্ত পর্বের নির্বাচিত ৬ প্রতিযোগি। আয়োজকরা মঞ্চে রনধীরের জন্য এক চমকপ্রদ উপহারের ব্যবস্থা করেছিলেন। রনধীরের নাতি তৈমুর অর্থাৎ করিনা কাপুর ও সইফ আলি খানের বড় ছেলে দাদুর জন্য পাঠিয়েছিল একটি শুভেচ্ছা কার্ড। যাতে লেখা ছিল, ‘আমি তোমাকে ভালোবাসি, নানা। তুমি নিজের যত্ন নিও’। ‘ইন্ডিয়ান আইডলে’র মঞ্চে বসে প্রিয় নাতির কাছ থেকে এইরকম সারপ্রাইজ গিফট পেয়ে রনধীর অত্যন্ত খুশি। এই সুন্দর উপহার পেয়ে তিনি আয়োজকের ধন্যবাদ জানাতে ভোলেননি। তৈমুর ইতিমধ্যেই তার মিষ্টি অঙ্গভঙ্গির জন্য দাদুর কাছে যেমন প্রিয়,তেমনই ইতিমধ্যেই বলিউডে ‘খুদে সেলিব্রিটি’ হিসেবে পরিচিত হয়েছেন। সে মাঝে মাঝেই বলিউড পাপারাৎজ্জির শিকার হয়।
৭৪ বছরের রণধীরকে নিয়ে এই বিশেষ এপিসোড শুটিংয়ের সময় স্ক্রিনে তৈমুরের আকর্ষণীয় অঙ্গভঙ্গি দেখে অভিনেতার চোখেমুখে খুশির প্রকাশ দেখা যায়। তিনি বলেন যে, তিনি তার নাতি-নাতনিদের নিজের মেয়েদের চেয়ে বেশি ভালোবাসেন। তৈমুরের মিষ্টি উপহার পেয়ে দাদু রনধীরকে মঞ্চে বলতে শোনা যায় যে তিনি এই শো-শুটিং এর শেষ পর্যন্ত থাকতে পারবেন না। কারণ তিনি এখান থেকে সরাসরি তার অত্যন্ত প্রিয় নাতি তৈমুরের সঙ্গে দেখা করতে যাবেন।