চেন্নাই : তামিল সুপারস্টার সুরিয়ার(Suriya) সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন প্যান ইন্ডিয়ান সেনসেশন অভিনেতা দুলকর সলমন(Dulqer Salmaan)।দক্ষিণী পরিচালক সুধা কোঙ্গরার(Sudha Kongra) নেক্সট প্রজেক্টে যে সুরিয়া মুখ্যভূমিকায় অভিনয় করবেন এমনটা কিন্তু জানা গিয়েছে বেশ কিছুদিন আগেই।সদ্যই ছবি নিয়ে মিলেছে লেটেস্ট আপডেট।শোনা যাচ্ছে সুধা কোঙ্গরা(Sudha Kongra Prasad) পরিচালিত এই ছবি আদপে একটি দুর্দান্ত গ্যাংস্টার থ্রিলার ড্রামা ফিল্ম(Gangster Thrller Drama Film)।যে ছবিতে সুরিয়ার সঙ্গে অভিনয় করবেন মালয়লম তারকা দুলকর সলমন। দুই দক্ষিণী তারকায় নাকি সুধার ছবিতে অভিনয় করতে রাজি হয়ে গিয়েছেন।ছবির প্রি-প্রোডাকশনের(Pre Production) কাজ চলছে পুরোদমে।খুব শীঘ্রই শুরু হবে জমজমাট এই গ্যাংস্টার থ্রিলার ড্রামার শ্যুটিং।
এই মুহূর্তে দক্ষিণী তারকাদের মধ্যে অন্যতম তামিল অভিনেতা সুরিয়া।জয় ভীম থেকে সোররাই পট্টরু।অভিনেতার একের পর এক ছবি বক্সঅফিসে ঝড় তোলার পাশাপাশি জয় করেছে সমালোচকদের মন।এমনকি অস্কারের জন্য মনোনীত হয়েছিল জয় ভীম।সুরিয়ার পাইপলাইনে রয়েছে একঝাঁক ছবি।শোনা যাচ্ছে,রাকেশ ওমপ্রকাশ মেহরার ছবিতে কর্ণর ভূমিকায় অভিনয় করে বলিউডে অভিষেক হতে চলেছে সুরিয়ার। পাশাপাশি একাধিক দক্ষিণী ছবিরও শ্যুটিং সারবেন তিনি।যার মধ্যে উল্লেখযোগ্য পরিচালক সুধা কোঙ্গরা প্রসাদ পরিচালিত আনটাইটেলড গ্যাংস্টার থ্রিলার ড্রামা ফিল্ম।ছবিতে সুরিয়ার সঙ্গে অভিনয় করবেন মালয়লম অভিনেতা দুলকর সলমন।
বর্তমানে প্যান ইন্ডিয়ান ফিল্মের জনপ্রিয় নায়ক দুলকর।একদিকে যেমন বড়পর্দায় চুটিয়ে কাজ করছেন,তেমনই ওটিটিতেও একঝাঁক নতুন প্রজেক্টের মুখ তিনিই।শুধু মালায়লম ছবি নয়,সবকটি দক্ষিণী ভাষায় এবং হিন্দি ছবিতেও অভিনয় করছেন দুলকর। কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে দুলকর সলমনের নতুন ছবি কিং অফ কথা-র ট্রেলার।অগস্টেই ছবিটি মুক্তি পাওয়ার কথা।ছবিতে অ্যাকশন প্যাকড লুকে দেখা গিয়েছে দুলকরকে।পাশাপাশি সদ্যই নেটফ্লিক্সে মুক্তি পাওয়া রাজ ও ডিকে-র নতুন ওয়েব সিরিজ গানস অ্যান্ড গুলাবস-এও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মালয়লম তারকা।আগামী দিনে সুধা কোঙ্গরার পরিচালনায় গ্যাংস্টার থ্রিলার ড্রামায় সুরিয়ার সঙ্গে দুলকরের যুগলবন্দী যে বড় আকর্ষণ হতে চলেছে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না।ছবির প্রি-প্রোডাকশনের কাজ শুরু হয়ে গিয়েছে।এবার কবে ছবির শ্যুটিং শুরু হয়,এখন সেটাই দেখার।