ওম রাউত পরিচালিত মাল্টিলিঙ্গুয়াল ফিল্ম ‘আদিপুরুষ’-এর দিকে নজর রয়েছে বাহুবলীর ভক্তদের।শোনা যাচ্ছে বিগবাজেট এই ছবিতে ভিএফএক্স-এর দুর্দান্ত কিছু কাজ দেখা যাবে।রামায়ণের কাহিনীর উপর আধারিত এই ছবিতে শ্রীরামের ভূমিকায় থাকছেন প্রভাস।সীতার ভূমিকায় দেখা যাবে কৃতি স্যাননকে।লঙ্কেশ রাবণের ভূমিকায় রয়েছেন সইফ আলি খান।কয়েকমাস আগেই একসঙ্গে ছবির শ্যুটিং সেরেছেন রাম-সীতা প্রভাস ও কৃতি।শ্যুটিং করেছেন লঙ্কেশ সইফও।কিছুদিন আগেই শেষ হয়েছে ‘আদিপুরুষ’-এর প্রথম পর্বের শ্যুটিং।প্রভাস-কৃতি-সইফ ছাড়াও ওম রাউতের এই ছবিতে রয়েছেন সানি সিং।‘আদিপুরুষ’-এ লক্ষণের ভূমিকায় দেখা মিলবে সোনু কে টিটু কি সুইটি’ খ্যাত অভিনেতার।
আরও পড়ুন – প্রভাসের ছবিতে আইটেম ডান্স করবেন বলিউড হার্টথ্রব
রাম ও সীতা ছবির শ্যুটিং সারলেও এতদিন নাকি লক্ষণের কোন সিনই ছিল না।তবে সদ্যই আদিপুরুষ-এর দ্বিতীয় পর্বের শ্যুটিংয়ে যোগ দিয়েছেন সানি।এই শ্যুটিং পর্বে অধিকাংশ সিনেই থাকবেন এই অভিনেতা।আগামী প্রায় দুইমাস জুড়ে চলবে এই শ্যুটিং।নির্মাতাসূত্রে খবর,ছবির একটি গানে দেখা যাবে সানির ডান্স, তারও রিহার্সাল সারবেন অভিনেতা।
আরও পড়ুন – প্রভাসের ছবির মোটা টাকার ডিজিটাল স্বত্ত্ব