শ্যুটিং থেকে দীর্ঘ দিন দূরে ছিলেন সানি লিয়নি। এবার পুরোদমে সেটে ফিরলেন তিনি। শুরু করলেন ‘অনামিকা’র শ্যুটিং। ‘অনামিকা’র পরিচালক বিক্রম ভাট। লকডাউন এবং শ্যুটিং সংক্রান্ত বাধানিষেধ জারি হওয়াতে বন্ধ ছিল শ্যুটিং। করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে ফের শুরু হয়েছে শ্যুটিং।
বিক্রমের ‘অনামিকা’ আসলে ওয়েব সিরিজ। সিরিজে সানিকে অ্যাকশন প্যাক্ট অবতারে দেখা যাবে। শ্যুটিং-এ ফিরতে পেরে বেজায় খুশি বেবি ডল। এতদিন যা শ্যুট হয়েছে তা ফের একবার রিওয়ান্ড করে দেখতে হবে। অভিনয় স্কিল ব্রাশআপ করাও জরুরি। সবটা সেরেই ‘অনামিকা’র দ্বিতীয় দফার শ্যুটিং-এ মনোযোগ দেবেন সানি। বিক্রমের ‘অনামিকা’র টিম সানির খুব কাছের। পছন্দ মতো টিমের সঙ্গে আবার জোট বাঁধতে পেরে সানি স্বভাবতই খুশি।
এতদিন শ্যুটিং না থাকলেও ফ্যানেদের থেকে অবশ্য মোটেই দূরে ছিলেন না সানি। সোশ্যাল সাইটে নিয়মিত ভিডিও পোস্ট করে ফ্যানেদের সঙ্গে যোগাযোগটা রেখেই চলেছেন তিনি। তবে ফ্যানরা চাইছিলেন আবার শ্যুটিং সেটে ফিরুন সানি। আর সেটাই হল, বিক্রম ভাটের ‘অনামিকা’তে একেবারে অ্যাকশন প্যাক্ট কামব্যাক করলেন সানি।