মুম্বই : বলিউড অভিনেতা ভিকি কৌশলের ভাই সানি কৌশল ও ক্যাটরিনা কাইফের বোন ইসাবেলা ভালোবাসার সম্পর্কে রয়েছেন। অনেকেরই ধারণা একই কৌশল ও ক্যাটরিনা কাইফের পর এঁদের জীবনেও নাকি বসন্ত আসতে চলেছে!২০২১ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন ভিকি- ক্যাটরিনা। তাহলে সত্যি সত্যি কি ফের কৌশল পরিবারে বিয়ের সানাই বাজতে চলেছে। অন্তত বলিউডে এমন গুঞ্জন বেশ জোড়ালো হয়েছে।
আসলে যখন থেকে ক্যামেরায় সানি কৌশল এবং ইসাবেলার ডিনার ডেট লেন্সবন্দি হয়েছে সেদিন থেকেই বলিউডে এই গুঞ্জন যথেষ্ট গুরুত্ব পেতে শুরু করেছে। হ্যাঁ সম্পত্তির সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে মুম্বাইয়ের এক রেস্তোরাঁ থেকে বেরিয়ে আসছেন সানি কৌশল ও ইসাবেলা। পাপারাৎজিদের সামনে এসেই একে অন্যের হাতে হাত রাখলেন। সূত্রের খবর তাদেরকে মুম্বইয়ের বিভিন্ন জায়গায় মাঝেমধ্যেই একসঙ্গে দেখা যায়। যদিও নিজেদের সম্পর্কের ব্যাপারে দুজনের কেউই মুখ খোলেননি। এমনকি ক্যাটরিনা- ভিকিও মুখে কুলুপ এঁটেছেন ভাই বোনের সম্পর্ক নিয়ে।
শোনা যায় ভিকি- ক্যাটরিনার বিয়ের পর সানির সঙ্গে ইসাবেলার সম্পর্ক গড়ে উঠেছে। যদিও এর আগে সানির সঙ্গে নাম জড়িয়েছিল শর্বরী ওয়াগের। তবে শোনা যাচ্ছে বেশ কিছুদিন হল তাঁদের সম্পর্কে ভাটা পড়েছে। অবশ্য একটি সূত্র তাঁদের বন্ধুত্বের ওপরেই বেশি জোর দিচ্ছে। দুই পরিবারের মধ্যে নাকি আত্মীয়তা রয়েছে ।