মুম্বই : গদর ২(Gadar 2)-র অভাবনীয় বক্সঅফিস সাফল্যের পর এবার বলিউডে তৈরি হতে চলেছে সানি দেওলের(Sunny Deol) একের পর এক ছবির সিক্যুয়েল(Sequel)।মাত্র নয় দিনেই ৩০০ কোটির ক্লাবে জায়গা করে নিয়েছে গদর ২।সানি দেওল,আমিশা প্যাটেল অভিনীত ছবির বক্সঅফিস কালেকশন(Box Office Collection) ৩৩৬কোটির মতো।সদ্যই জানা গিয়েছিল গদর ২-র সাফল্য দেখে বর্ডার-এর সিক্যুয়েল তৈরি করতে চান পরিচালক-প্রযোজক জে পি দত্তা(J.P Dutta)।এখানেই কিন্তু শেষ নয়।কারণ আগামী দিনে আসতে চলেছে মা তুঝে সালাম পার্ট ২ও(Maa Tujhe Salaam Part 2)।২০০২ সালে মুক্তি পেয়েছিল মা তুঝে সালাম(Maa Tujhe Salaam)।ছবিতে মেজর প্রতাপ সিংয়ের(Major Pratap Singh) ভূমিকায় দেখা গিয়েছিল সানি দেওলকে।অভিনয় করেছিলেন আরবাজ খান(Arbaaz Khan),তব্বু(Tabbu) ছাড়াও আরও অনেকেই।দীর্ঘ ২১ বছর পর তৈরি হতে চলেছে মা তুঝে সালাম-এর সিক্যুয়েল।সদ্যই ছবির ঘোষণা করে ছবির প্রথম পোস্টার প্রকাশ্যে আনলেন নির্মাতারা।খুব শীঘ্রই শুরু হবে ছবির শ্যুটিং।
“दुध मांगोगे तो खीर देंगे,
कश्मीर मांगोगे तो लाहौर भी छीन लेंगे” – Major Pratap Singh
??As promised, here’s the BIG announcement??MAA TUJHE SALAAM 2 to go on floors soon. Get ready for another patriotic, action entertainer…coming soon in CINEMAS!#MaaTujheSalaam2… pic.twitter.com/QWHV1ncsFp
— Atul Mohan (@atulmohanhere) August 20, 2023
দীর্ঘ কেরিয়ারে অসংখ্য দেশাত্মবোধক ছবিতে অভিনয় করেছেন সানি দেওল।তালিকায় যেমন রয়েছে গদর,ইন্ডিয়ান,কিংবা বর্ডার-এর মতো ছবি।তেমনই রয়েছে মা তুঝে সালাম,জাল-দ্য ট্রাপ কিংবা শাহিদ-এর মতো ছবি।সব ছবিতেই মুখ্যভূমিকায় নজর কেড়েছেন সানি দেওল।বিগত প্রায় দশবছরে সেইভাবে বড়পর্দায় নজর কাড়তে পারেননি সানি।বরং রাজনীতিতেই মনোনিবেশ করেছিলেন ঘায়েল খ্যাত অভিনেতা।তবে সদ্যই বক্সঅফিসে রীতিমত তোলপাড় ফেলে দিয়েছে গদর ২।ইতিমধ্যেই ছবির বক্সঅফিস কালেকশনের অঙ্ক ৩০০ কোটি পার করেছে।শোনা যাচ্ছে,গদর ২-র বক্সঅফিস সাফল্যে সানি দেওলের পুরনো দেশাত্মবোধক ছবির সিক্যুয়েল নির্মাণের ইচ্ছেপ্রকাশ করেছেন প্রযোজকরা।গতকালই পরিচালক-প্রযোজক জানিয়েছিলেন বর্ডার ২ তৈরি করতে চান তিনি।ছবিতে মুখ্যভূমিকায় অভিনয় করবেন সানি দেওল।পাশাপাশি বর্ডার-এর সিক্যুয়েলে দেখা যাবে একঝাঁক নবীন তারকাকে।পাশাপাশি আসতে চলেছে মা তুঝে সালাম ২ ও।
২০০২সালে মুক্তি পাওয়া মা তুঝে সালাম ছবিতে আর্মি অফিসার মেজর প্রতাপ সিংয়ের চরিত্রে অভিনয় করেছিলেন সানি পাজি।আরও একবার সেই চরিত্রে রূপোলি পর্দায় ফিরছেন অভিনেতা।ছবির আনুষ্ঠানিক ঘোষণা করলেন নির্মাতারা।আরও জানা যাচ্ছে,বর্ডার ২ কিংবা মা তুঝে সালাম ২ নয়,পাশাপাশি সানি দেওলের আরও বেশ কিছু ছবির সিক্যুয়েল নির্মিত হবে।তালিকায় রয়েছে ইন্ডিয়ান,জাল-দ্য ট্রাপ ছাড়াও আরও বহু ছবি।