ওয়েব ডেস্ক: ৪ঠা জুলাই শুক্রবার বড়পর্দায় মুক্তি পেয়েছে ‘মেট্রো ইন ডিনো’ (Metro In Dino)। ছবিটি পরিচালনার দায়িত্বে ছিলেন পরিচালক অনুরাগ বসু (Anurag Basu)। বলিউডের নামজাদা তারক-তারকাদের অভিনয়ে এই ছবি দর্শকদের কাছে দারুণ প্রশংসা কুড়িয়েছে। মুক্তির দিন এই ছবির বক্স অফিস ভরেছিল ৩.৩৫ কোটি টাকায়। দ্বিতীয় দিনেও ছক্কা হাঁকিয়েছে ছবিটি। প্রাথমিক হিসেবে বক্স অফিসের রিপোর্ট বলছে, দ্বিতীয় দিনে ৬.৩৩ কোটি টাকা আয় করেছে রোম্যান্টিক (Romantic) ধাঁচের এই ছবিটি। ‘লাইফ ইন আ মেট্রো’ (Life in a Metro) এর সিক্যুয়েল এই ছবি মূলত চার ভিন্ন বয়সী দম্পতির প্রেম এবং প্রতিশ্রুতি ঘিরে গল্প বুনেছে। আর এবার প্রকাশ্যে এল তৃতীয় দিনের বক্স অফিসের ছবি। কত লক্ষ্মীলাভ হল রবিতে?
জানা গিয়েছে, রবিবার ছুটির দিন বক্সঅফিসের ঝুলিতে এসেছে প্রায় ৭.২৫ কোটি টাকা। শুক্র, শনি ও রবি এই তিনদিন মিলিয়ে ছবির মোট আয় ১৬.৭৫ কোটি টাকা। শুক্র ও শনি এই দুইদিনের আয়কেই ছাপিয়ে গিয়েছে রবিবারের আয়। শুক্রবার ও শনিবার মিলিয়ে ছবির মোট আয় ছিল ৯.৮৩ কোটি টাকা ছিল। আর রবিবার আসতেই তা পার করল ১৫ কোটির গণ্ডি। আজ সপ্তাহের শুরু থেকে আগামী রবি পর্যন্ত ছবির ব্যবসা যে আরও বাড়বে তা বলাবাহুল্য। মুক্তির দিন বিরাট লাভের মুখ না দেখলেও শনিবার থেকেই আয় বাড়তে শুরু করেছে ‘মেট্রো ইন ডিনো’ ছবির।
আরও পড়ুন: দীপিকার ‘৮ ঘন্টা কাজ’ এর প্রসঙ্গে রশ্মিকার খোঁচা!
ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন পঙ্কজ ত্রিপাঠী (Pankag Tripathi), আদিত্য রায় কাপুর (Aditya Roy Kapoor), সারা আলি খান (Sara Ali Khan), ফাতিমা সানা শেখ (Fatima Sana Shaikh), কঙ্কনা সেন শর্মা (Kankana Sen Sharma), আলি ফজল (Ali Fazal), নিনা গুপ্তা (Neena Gupta), অনুপম খের (Anupam Kher)। মূলত এমন জনপ্রিয় নায়ক নায়িকার অভিনয়েই মুগ্ধ করেছে দর্শকদের। বয়স, প্রেমের ধরনের ভিন্নতা ও অসাধারণ অভিনয়ের জাদুতেই ভিড় বাড়ছে সিনেহলে।
দেখুন অন্য খবর