সোশ্যাল মিডিয়াতে কি তার জীবনের বিভিন্ন কাহিনী জানা যায়। নিজেই সেই সমস্ত বিষয়গুলি নেটিজেনদের কাছে তুলে ধরেন। সেখান থেকেই নেটিজেনদের ধারণা হয়েছে খুব শীঘ্রই তার প্রিয় শহর নেওয়ার ছাড়তে চলেছেন বলিউড বাদশা শাহরুখ কন্যা সুহানা। খুব শীঘ্রই জোয়া আখতার এর পরিচালনায় বলিডউ করতে চলেছেন শাহরুখ কন্যা। এটি ‘আর্চি’ কমিকস নির্ভর ছবি। এই ছবি শুরুর আগেই সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ সুহানার লক্ষ লক্ষ ভক্ত।তাঁর কথায় ‘স্কুলে আমার অভিনয় দেখে মা-বাবা বুঝেছিলেন আমি এ ব্যাপারে কতটা সিরিয়াস। আর সেই জন্যই আমি মার্কিন যুক্তরাষ্ট্রে এ বিষয় নিয়ে পড়াশোনা করতে এসেছি।’
নিউইয়র্কে সুহানা চলচ্চিত্র নিয়ে পড়াশোনা করতে গিয়েছেন।নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের টিস স্কুল অফ আর্ট থেকে ফিল্ম স্টাডিজ নিয়ে পড়াশোনা করছিলেন সুহানা। সোশ্যাল মিডিয়া থেকে নেটিজেনরা জানতে পেরেছেন সুহানার প্রিয় শহর নিউইয়র্ক।আন্ডারকনস্ট্রাকশন একটি বাড়ির নিচ দিয়ে যাচ্ছে একটি ট্রাক আর সেই ট্রাকের গায়ে লেখা, ‘চিন্তা করবেন না, নিউ ইয়র্ক ছাড়লেও আপনি নিউ ইয়ার্কার’ই থাকবেন।’ সোশ্যাল মিডিয়ায় এমন একটি সাদাকালো ছবি পোস্ট করে সুহানা নাকি বোঝাতে চেয়েছেন মনে মনে তিনি নিউ ইয়র্কেরই বাসিন্দা।
সোশ্যাল মিডিয়ায় এমন একটি সাদাকালো ছবি পোস্ট করে সুহানা
সুহানার পোস্ট দেখে নেটিজেনদের এমনই ধারণা হয়েছে। বিদায়বেলায় শাহরুখকন্যা সুহানার বন্ধুরা অবশ্য সহানুভূতি-ভরা মন্তব্য করেছেন। এক বন্ধু লিখেছেন, ‘আমি এটা কিছুতেই মানতে পারছি না তুমি চলে যাচ্ছো’। অন্যরা শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘দারুন কিছু তুমি জীবনে করবে।’ স্কুল জীবনে নানান নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সুহানা। ছোট থেকে অভিনেত্রী হতে চেয়েছেন তিনি।