রবীন্দ্রনাথ ঠাকুরের দুই বোন অবলম্বনে ‘মায়ামৃগয়া’ ছবির ঘোষণা হয়েছিল বছরখানেক হয়েগেল। কোভিডের কারণেই আটকেছিল ছবির কাজ। লকডাউন শিথিল হতেই প্রিপ্রোডাকশনের তোড়জোড় শুরু করেছেন পরিচালক শুভ্রজিৎ মিত্র। তবে নতুন খবর হলো ‘মায়ামৃগয়া’ এবার হিন্দি ভাষাতেও তৈরি হবে। বলিউডের একটি প্রযোজনা সংস্থার উদ্যোগেই এই ছবি এবার বাইলিঙ্গুয়াল হবে। জাতীয় স্তরের অভিনেতাদের এই ছবিতে দেখা যাবে। এর আগে বাংলা ছবিটিতে টলিউডের বেশকিছু পরিচিত মুখ থাকার কথা জানা গিয়েছিল তাঁদের মধ্যে অর্পিতা চট্টোপাধ্যায়, রিতাভরী, দিতিপ্রিয়া, প্রিয়াংশু প্রমুখ ।
আরও পড়ুন:মিমি-র ‘খেলা যখন ‘ এবার শ্যুটিং ফ্লোরে
এবার এই ছবি জাতীয় স্তরের হওয়ার কারণে ছবির কাস্টিং এ কিছু বদল হতে পারে। পরিচালক জানান, করোনার প্রকোপে এমনিতেই তাঁর ছবি ‘অভিযাত্রিক’ বিভিন্ন ফেস্টিভালে পুরস্কৃত হলেও এখনও থিয়েটারে মুক্তি পায়নি। এবার অবশ্য নতুন বেশকিছু জাতীয় স্তরের কাজ নিয়ে আসতে চলেছেন তিনি। বাংলার প্রেক্ষাপটে নারী পাচার চক্রের কাহিনি অবলম্বনে ওয়েব সিরিজ করছেন, নাম ‘দ্য মাস্কড মেন’। দুটি সিজনের শ্যুটিংয়ের প্ল্যানিং হয়ে রয়েছে। ছবিতে বেশিরভাগই জাতীয় স্তরের অভিনেতাদের দেখা যাবে।
তবে এর আগে শুরু করছেন নতুন হিন্দি ছবি ‘সিক্স’ ছবি। তিনটি ছোট গল্প নির্ভর করে তৈরি হবে এই সুপার ন্যাচারাল থ্রিলার ছবি। এই ছবির পুরোটাই শ্যুট হবে জঙ্গলে। আবহাওয়ার উপর নির্ভর করে খুব শীঘ্রই শুরু হবে শ্যুটিংয়ের কাজ। পরিচালক জানান সব ঠিকঠাক থাকলে হয় ডুয়ার্সের জঙ্গল অথবা ঝাড়খণ্ডের জঙ্গলে শ্যুটিং শুরু হবে। ছবির কাস্টিং এ চমক থাকছে , তবে এখনি কিছু জানাতে চাইছেন না, তবে অবশ্যই জাতীয় স্তরের অভিনেতাদের দেখা যাবে। পরিচালক জানান এই ছবি একই সঙ্গে থিয়েটার ও ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে। করোনার জন্য সিনেমা তৈরির শৈলিতেও নতুনত্ব আসছে। পরিচালকের ‘অভিযাত্রিক ‘ মুক্তির দিন এখনও ঠিক হয়নি, তবে তিনি যানান জাতীয় স্তরের এই কাজ গুলির মধ্য সবার আগে শুরু করছেন ‘সিক্স ‘ ছবির শ্যুটিংয়ের কাজ। তিনি আরো জানান, এই হিন্দি ছবির কাজের জন্যই কিছুটা পিছিয়ে গেল তাঁর আর একটি বাংলা ছবি আরণ্যক এর কাজ, এই ছবিটি শুরু হতে আরো এক বছর সময় লাগবে।