গুটি গুটি পায়ে এক বছর পাড়। গত বছর নভেম্বরে দ্বিতীয়বারের জন্য মা হয়েছিলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি (Subhashree Ganguly)। কোল আলো করে লক্ষ্মী এসেছিল রাজ-শুভশ্রীর (Raj-Subhashree) ঘরে। এই মুহূর্তে স্বামী রাজ ও দুই সন্তান ইউভান (Yuvaan) ও ইয়ালিনীকে (Yaalini) নিয়ে ভরা সংসার তারকা দম্পতির।
আরও পড়ুন: ঐশ্বর্যর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন ভাতৃবধূ শ্রীমা! তোলপাড় বলিউড
সংসারের পাশাপাশি কেরিয়ারের গ্রাফও ঊর্ধ্বমুখী নায়িকার। শনিবার ছিল তাঁদের একরত্তি কন্যার জন্মদিন। মেয়ের জন্মদিনে একগুচ্ছ আদুরে ছবি পোস্ট করেছেন শুভশ্রী। চলুন দেখে নিই ইয়ালিনীর বেড়ে ওঠার নানান ঝলক…
শনিবার সোশ্যাল মিডিয়ায় মেয়ের একগুচ্ছ আদুরে ছবি পোস্ট করেছেন শুভশ্রী। ‘রাজ’কন্যা মুচকি হেসের পোজ দিয়েছে ক্যামেরায়। বাবা, মা, দাদার সঙ্গেও ক্যামেরাবন্দী একরত্তি। ইয়ালিনীর ছবি দেখে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজনরা। কমেন্ট বক্সে একরাশ শুভেচ্ছার ঢল। অভিনেত্রীর সপরিবারে ছবি দেখে আবেগতাড়িত ভক্তরা।
দেখুন আরও খবর:
The post মেয়ে ইয়ালিনীর ১ বছরের জন্মদিনে মা শুভশ্রীর আদুরে পোস্ট, দেখে নিন ঝলক first appeared on KolkataTV.
The post মেয়ে ইয়ালিনীর ১ বছরের জন্মদিনে মা শুভশ্রীর আদুরে পোস্ট, দেখে নিন ঝলক appeared first on KolkataTV.