কলকাতা: ব্যাক টু ব্যাক ছবিতে কাজ করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। একের পর এক সিনেমা, সিরিজে দর্শক, অনুরাগীদের মুগ্ধ করেছেন অভিনেত্রী। কাজের মধ্যেও কখনও রাজের সঙ্গে ঘুরতে বেরিয়ে পড়েছেন তো কখনও বোল্ড ফটোশুটের ছবি শেয়ার করে নেটপাড়ায় পারদ চড়ান শুভশ্রী। এবার লাল গাউনে উষ্ণতা ছড়ালেন।
পরিণীতা’র পর থেকেই ছক ভেঙে একের পর এক সিনেমা, সিরিজে দর্শক, অনুরাগীদের মুগ্ধ করেছেন অভিনেত্রী। একদিকে সৃজিত মুখোপাধ্যায়ের ‘লহ গৌরাঙ্গের নাম রে’, অন্যদিকে ‘রায়বাঘিনী ভবশঙ্করী’, দুই পিরিয়ড ড্রামার চরিত্রে দেখা যাবে শুভশ্রীকে।
আরও পড়ুন: ‘রামায়ণ’-এর ফার্স্ট লুকে বাজিমাত, না দেখলেই মিস
এমনকী গৃহপ্রবেশে তাঁর অভিনয় দর্শকদের কাছে ভালোই প্রশংসিত হচ্ছে। চরিত্রের প্রয়োজনে বারবার নিজেকে ভেঙেচুরে ক্যামেরার সামনে তুলে ধরেছেন শুভশ্রী। ব্যস্ততার মধ্যেও ছুটি কাটাতে বেরিয়ে পড়েন নায়িকা।
এবার বিদেশের সমুদ্র সৈকত থেকে লাল গাউন পরে যে ছবি শেয়ার করলেন, তা দেখে মুগ্ধ অনুরাগীরা। উন্মুক্ত কাঁধ, লং গাউনে আরও বেশি ক্লাসিক দেখাছে শুভশ্রীকে। সদ্য রাজ চক্রবর্তীর সঙ্গে ঘুরতে গিয়েছিলেন। সেখানেই এই ছবি শুট করেছেন।
View this post on Instagram
অন্য খবর দেখুন