কলকাতা: ক্যালিফোর্নিয়ায় ফুরফুরে মেজাজে ছুটি কাটাচ্ছেন শুভশ্রী-রাজ। শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly) সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছেন। আমেরিকার রাস্তায় অভিনেত্রী শুধুমাত্র জ্যাকেটে ধরা দিলেন। রাজ ঘরণীর এই পোশাকে ভক্তরা জমকে গিয়েছে।
‘সন্তান’ ও ‘বাবলি’ ছবি নিয়ে রাজ ও শুভশ্রী লস অ্যাঞ্জেলেসের ফিল্ম ফেস্টিভ্যাল যোগ দিতে গিয়েছেন। রাজ-শুভশ্রী তারকা যুগল ইয়ালিনিকে রেখে শুধু ইউভানকে আমেরিকায় নিয়ে গিয়েছেন। বিদেশের থেকে নিয়মিত নেটদুনিয়ায় আপডেট দিচ্ছেন শুভশ্রী। নানা ছবি পোস্ট করেছেন তিনি। এবার শুভশ্রী ধরা দিলেন একদম ক্যাজুয়াল লুকে। ছবিতে দেখা যাচ্ছে লাল জ্যাকেট পরে হাঁটছেন নায়িকা। দেখে মনে হচ্ছে কোনও প্যান্ট পরেননি। তারপরই দেখা গেল ডেনিম স্টট সঙ্গে কালো টির্শাট। চোখে ওভার সাইজ সালগ্লাস। তারসঙ্গে ওভার সাইজ লাল জ্যাকেট। অভিনেত্রী রূপে মাতাল ভক্তরা।
আরও পড়ুন: মিমির সৌন্দর্যে কুপকাত ফ্যানেরা
View this post on Instagram
শুভশ্রীর শেয়ার করা ছবিতে দেখা গিয়েছে, অভিনেত্রী পিঠে কালো ব্যাগ নিয়ে আকাশের দিকে তাকিয়ে আছেন। অন্য ছবিতে শুভশ্রীকে দেখা যাচ্ছে পরিচালক স্বামী রাজ চক্রবর্তীর সঙ্গে। অন্য একটি ছবিতে দুরন্ত ছেলেকে সামলাতে দেখা যাচ্ছে মা শুভশ্রীকে। এক ঝাঁক কমলা রঙের সারস পাখির সামনে পোজ দিয়েছেন ‘বাবলি’ নায়িকা শুভশ্রী। পাশের ছেলেকে বসিয়ে অন্য একটি ছবিতে দেখা যাচ্ছে জল ফেলি দেখছেন মা ছেলে। অন্য একছবিতে শুভশ্রীকে লাল সার্টিনের শাড়ি আর রাজকে নীল পাঞ্জাবি ও লাল উত্তরীয় গায়ে দেখা যায়।
অন্য খবর দেখুন