পরিচালক প্রযোজক সুভাষ ঘাই তাঁর প্রযোজনায় নতুন ছবি ঘোষণা করেন বৃহস্পতিবার ।ছবির নাম ‘৩৬ ফার্ম হাউস’। এই ছবিটি মূলত কমেডি ড্রামা।ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করবেন মাধুরী ভাটিয়া ও বরখা সিংহ। ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন রাম রমেশ শর্মা।
লোনাভালার কাছে একটি ফার্ম হাউসে ক্যামেরা পুজো করে মহরত শ্যুট শুরু করেন প্রযোজক সুভাষ ঘাই।
মুক্তা আর্টস এর ব্যানারে এই ছবির কাজ শুরু হয়েছে।
মুম্বই তে লকডাউন কিছুটা শিথিল হয়েছে। প্রশাসন শ্যুটিং এর অনুমতি দেওয়াতে বলিউডে এখন শ্যুটিং শুরু হয়েছে।
এই ছবি প্রসঙ্গে বর্ষিয়ান পরিচালক প্রযোজক সুভাষ ঘাই জানান,” ‘মুক্তা আর্টস ‘ সবসময়ই নতুন প্রতিভাকে সামনে এনেছে।” এই ছবি একটি বেসরকারি চ্যানেল এর জন্য বানানো হচ্ছে। একটি ফার্ম হাউস এ আশা পরিবারের সদস্যদের নানা গল্প উঠে আসবে। মূলত মজার মোড়কে পারিবারিক গল্প বলতে চাইছেন পরিচালক।
সুভাষ ঘাই বহুদিন পরিচালনার কাজ থেকে সরে এসেছেন। তাঁর শেষ পরিচালিত ছবি সালমানখান অভিনিত ‘যুবরাজ ‘। যদিও যুবরাজ বক্স অফিসে সাফল্য পায়নি।এর পরে বহু ছবি প্রযোজনা করেছেন সুভাষ ঘাই।এর মধ্যে উল্লেখযোগ্য হল ‘পেইংগেস্ট’, ‘লাভ এক্স প্রেস’, ‘হিরো’ ।
করোনা আবহে শ্যুট চলছে। তাই সমস্ত রকম বিধিনিষেধ মেনেই শ্যুটিং করা হচ্ছে। বেশকিছু দিন লকডাউন কাটিয়ে ছবির মহরতে হাজির হয়েছিলেন সুভাষ ঘাই। তাই তিনি খোশ মেজাজে ক্যামেরা চালু করে শ্যুট শুরু করলেন।