হিন্দি ছবির অন্যতম উজ্জ্বল নাম পরিচালক সুভাষ ঘাই। বহুদিন পর আবার খবরের শিরোনামে তিনি, কারণ বেশ কিছু বছর বিরতির পর আবার ছবি পরিচালনার কথা ঘোষনা করেছেন তিনি। ১৯৭৮ সালের ২৪ অক্টোবর শুরু করেন নিজের মুক্তা আর্টস এর ব্যানারে প্রথম ছবির কাজ ‘কর্জ’ শুরু করেছিলেন, সেই ছবিতেই ঋষি কাপুরকে নতুন ভাবে দর্শকদের সামনে আনেন তিনি। এর পর প্রায় প্রতি বছরই নতুন ছবির কথা ঘোষণা করেন এই দিনেই।
এই বছর ২৪ অগষ্ট মুক্তা আর্টসের ৪৩ বছর পূর্ণ হল। সেই উপলক্ষে পরিচালক সুভাষ ঘাই তাঁর আগামী ছবির কথা ঘোষণা করেন, সঙ্গে আরও জানান এবার শুধু সিনেমা নয় ওয়েব সিরিজের কাজও শুরু করবেন। সিনেমার জন্য তিনি চিত্রনাট্য স্থির করে ফেলেছেন ।
এক জন জেলার ও তার পাঁচ জন কয়েদিকে নিয়ে গল্প বলবেন। এই জেলারের চরিত্রে অভিনয় করবেন সুভাষ ঘাই এর বন্ধু জ্যাকি শ্রফ। তবে ওয়েব সিরিজের গল্প নিয়ে এখনই কিছু বলতে চাননি পরিচালক প্রযোজক সুভাষ ঘাই।