তারকাদের জীবন যাপনের পাশাপাশি তারকা সন্তানদের নিয়েও ভক্তকুলের কৌতূহলের শেষ নেই। তারকা সন্তানরা কোথায় যাচ্ছেন কাদের সঙ্গে মেলামেশা করছেন কি ধরনের পোশাক পরেন কোন খাবার খেতে ভালোবাসেন তা জানতে আগ্রহী বলিউড দর্শকরা। বলিউডের অনেক তারকা সন্তানরাই এখনো অভিনয় নাম লেখান নি।
আরও পড়ুন: ৭ অক্টোবর পর্যন্ত এনসিবি হেফাজত শাহরুখ পুত্র আরিয়ান খানের
কিন্তু নানা কারণেই আলোচনায় উঠে আসে তাদের নাম। বলিউড বাদশা শাহরুখ খান- পুত্র আরিয়ানের প্রমোদতরীতে পার্টি করতে গিয়ে মাদক মামলায় জড়িয়ে পড়েছেন। এ খবর দাবানলের মত ছড়িয়ে পড়েছে। শুধু আরিয়ান নয় তারকাদের সন্তানদের মধ্যে অনেকেই রয়েছেন যাঁরা পার্টি করতে খুব পছন্দ করেন। বিভিন্ন সময়ে দেখা গেছে এই পার্টির আড়ালে মাদক সেবন একটি বিশেষ কারণ হয়েছে। প্রমোদ তরীর এই পার্টিতে আরিয়ানকে পুরোপুরি পার্টি লুক-এ দেখা গেছে। আরিয়ানের মাদক সেবন নিয়ে বলিউড বাদশার হাস্য রসাত্মক কিছু পুরনো বিবৃতি তার ভক্তকুলকে কিছুটা অস্বস্তিতেই ফেলেছিল। প্রমোদতরীর ছবিতে আরিয়ানের পরনে ছিল কালো রঙের পোশাক।গ্রেফতার হয়েছেন আরিয়ান সহ তার বান্ধবী মুনমুন ধামেচা ও বন্ধু আরবাজ শেঠ মার্চান্ট। শাহরুখ-গৌরির খান দম্পতির কন্যা সুহানা খান প্রায় নিয়মিত পার্টি করে থাকেন।
সে-সব ছবিও তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। পড়াশোনার জন্য যুক্তরাষ্ট্রে থাকেন তিনি। মুম্বই এবং যুক্তরাষ্ট্রে তার নিজের গ্রুপ রয়েছে যাদের সঙ্গে খোলামেলা পোশাকে পার্টিতে আড্ডায় মেতে থাকতে দেখা যায় সুহানাকে। অনেকেরই ধারণা এই সমস্ত পার্টিতে একই সঙ্গে চলে মাদক সেবনের আড্ডা। আর এক বলিউড তারকা চাংকি পান্ডের কন্যা অনন্যা পান্ডে বলিউডে এখন যথেষ্ট সুনাম কুড়িয়েছেন কাজের জন্য। তারকা সন্তান হওয়ার ফলে ছোটবেলা থেকেই তিনি নজরে পড়েছিলেন অনেকের। অনন্যা সোহানা কিংবা থানা কাপুরের সঙ্গে বেড়ে উঠেছেন। মাঝে মাঝেই তারা একসঙ্গে ঘুরতে যান এবং পার্টিতে অংশগ্রহণ করেন। সোশ্যাল মিডিয়ায় ফ্রেমবন্দি দেখা যায় তাদের মাঝে মাঝে।
বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের নাতনি নব্য নাভেলি নন্দা। রূপোলি পর্দায় অভিনয় না করলেও শ্বেতা বচ্চন-কন্যা নাভেলিকে বিজ্ঞাপনে দেখা গেছে। বিনোদন জগতে পাহাড় না রাখলেও সুহানা,অনন্যা কিংবা খুশি কাপুর সহ অন্যান্য তারকা সন্তানদের সঙ্গে পার্টিতে আড্ডায় মেতে থাকতে দেখা যায় তাকে।
আরও পড়ুন: মাদক মামলায় আরিয়ান সহ এনসিবি’র জালে ৮
সোশ্যাল মিডিয়ায় নাভেলি সেসব ছবি পোস্ট করে ও থাকেন। প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর কন্যা জাহ্নবী কাপুর বলিউডে এখন অতি পরিচিত নাম। ব্যক্তিগত জীবনে প্রায়ই বন্ধুদের সঙ্গে আড্ডায় দেখা যায় তাঁকে। জাহ্নবীর ছোট বোন খুশি কাপুর যদিও এখনও বিনোদন জগতে নাম লেখার নি, কিন্তু তাকেও অন্যদের সঙ্গে নিয়মিত পার্টি করতে দেখা যায়। বিভিন্ন পার্টিতে তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় খুশিও পোস্ট করে থাকেন দিদির মতন। নেটিজেনরা মাঝেমাঝেই প্রশ্ন করে থাকেন তারকা সন্তানরা এত ঘনঘন পার্টি করেন কিসের টানে! আড়ালে কী অন্য কোনো কারণ আছে! আর সেই ‘কারণ’ এর পরিণতি কি, ফল ভুগছেন শাহরুখ-পুত্র আরিয়ান!