হায়দরাবাদ : পরিচালক এস এস রাজামৌলির(S S Rajamouli) ছবিতে এবার অভিনয় করতে চলেছেন একাধিক নামী হলিউড তারকা(Hollywood Stars)।বাহুবলী(Bahubali) পরিচালকের পরে ছবি যে একটি দুর্দান্ত জঙ্গল-অ্যাডভেঞ্চার ফিল্ম(Jungle Adventure Film)।এবং সেই ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করতে চলেছেন মহেশ বাবু(Mahesh Babu)।এমনটা কিন্তু অনেক আগেই জানা গিয়েছে।আপাতত ছবির নাম রাখা হয়েছে SSMB 29।সদ্যই মহেশবাবু-রাজামৌলি জুটির ছবি নিয়ে লেটেস্ট আপডেট দিয়েছেন চিত্রনাট্যকার তথা এস এস রাজামৌলির বাবা কে ভি বিজয়েন্দ্র প্রসাদ(KV Vijayendra Prasad)।তিনি জানিয়েছেন,মহেশবাবুর জঙ্গল-অ্যাডভেঞ্চার ফিল্মে বেশ কয়েকজন নামী হলিউড অভিনেতা কাজ করতে চলেছেন।ইতিমধ্যেই নাকি হলিউডের একটি প্রখ্যাত কাস্টিং সংস্থার সঙ্গে কথাও বলে ফেলেছেন রাজামৌলি।প্যান ইন্ডিয়ান ফিল্ম(Pan Indian Film) নয়,ট্রিপল আর পরিচালকের নেক্সট প্রজেক্ট হতে চলেছে একটি প্যান ওয়ার্ল্ড ফিল্ম(Pan World Film)।ছবিতে মহেশবাবুর বিপরীতে দীপিকা পাডুকোন(Deepika Padukone) অভিনয় করবেন বলেই খবর।
এস এস রাজামৌলির গত বছরের ছবি ট্রিপল আর মুক্তি পাওয়ার পরই বক্সঅফিসে ঝড় তুলেছিল।ছবির জনপ্রিয় গান নাটু নাটু-র অস্কার জিতে নেওয়ায় আলোচনা আরও বেড়েছে।অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চেই জেমস ক্যামেরন থেকে স্টিভেন স্পিলবার্গস।হলিউডের নামী পরিচালকদের প্রিয় পাত্র হয়ে উঠেছেন এস এস রাজামৌলি।একাধিক হলিউডের তারকাও রাজামৌলির সঙ্গে কাজ করার ইচ্ছেপ্রকাশ করেছেন।শোনা যাচ্ছে,পরিচালকের আগামী ছবি নাকি একটি জমজমাট জঙ্গল অ্যাডভেঞ্চার ফিল্ম।যে ছবিতে মুখ্যভূমিকায় অভিনয় করতে চলেছেন দক্ষিণী তারকা মহেশ বাবু।নায়িকার ভূমিকায় দেখা যাবে দীপিকা পাডুকোনকে।সদ্যই চিত্রনাট্যকার কে ভি বিজয়েন্দ্র প্রসাদ জানিয়েছেন,ভারতীয় চলচ্চিত্র জগতের অন্যতম দামি ছবি হতে চলেছে রাজামৌলির পরবর্তী ছবি।
মহেশবাবু,দীপিকা পাডুকোন ছাড়াও ছবিতে অভিনয় করবেন একাধিক বিশ্ববিখ্যাত হলিউড তারকা।এমনটাই পরিকল্পনা করেছেন রাজামৌলি।হলিউডের একটি নামী কাস্টিং সংস্থার সঙ্গে ইতিমধ্যেই নাকি কথাবার্তা পাকা হয়ে গিয়েছে।কেভি বিজয়েন্দ্র প্রসাদ আরও জানিয়েছেন,আফ্রিকার জঙ্গলের পটভূমিকায় তৈরি হতে চলেছে এই ছবি।যে ছবিতে মহেশবাবুর চরিত্রটি হনুমানের থেকে অনুপ্রাণিত হয়েই তৈরি করা হয়েছে।খুব শীঘ্রই শুরু হয়ে যাবে জঙ্গল-অ্যাডভেঞ্চার ফিল্মের শ্যুটিং শুরুর প্রস্তুতি তবে তার আগে টানা তিন মাস ওয়ার্কশপ সারবেন ছবির তারকা ও কলাকুশলীরা।