মাদককাণ্ডে খানিকটা স্বস্তি পেলেন শাহরুখ পুত্র আরিয়ান খান। বুধবার মুম্বই হাইকোর্ট জানিয়ে দিল এবার থেকে আর প্রতি শুক্রবার এনসিবি দফতরে হাজিরা দিতে হবে না আরিয়ানকে।
গত ২ অক্টোবর মুম্বই থেকে গোয়াগামী প্রমোদতরীতে হানা দেয় নারকোটিক্স কনট্রোল ব্যুরো। প্রমোদতরী থেকে আটক হন আরিয়ান ও তার সঙ্গীরা। পরের দিন ৩ অক্টোবর শাহরুখ-পুত্রকে গ্রেফতার করে এনসিবি। মাদক-কাণ্ডে ছাড়া পেতেও রীতিমতো বেগ পেতে হয় আরিয়ানকে। দীর্ঘ টানবাহানার পর ২৮ অক্টোবর জামিন পান আরিয়ান। সেই সময় থেকেই কোর্টের নির্দেশ মতো প্রতি শুক্রবার তদন্তের স্বার্থে এনসিবি দফতরে হাজিরা দিয়ে যাচ্ছিলেন আরিয়ান। বুধবার আরিয়ানের ওপর আরোপিত সেই নির্দেশ তুলে নিল হাইকোর্ট।
এর আগে শাহরুখ-পুত্রের গ্রেফতারির কথা বলতে গিয়ে বম্বে হাই কোর্টের বিচারপতি জানিয়ে ছিলেন, আরিয়ান ও তার সঙ্গীসাথীরা প্রমোদতরীতে ছিলেন বলেই তারা মাদককাণ্ডে যুক্ত এমনটা বলা যায় না। আরিয়ান-আরবাজ-মুনমুনের হোয়াটসঅ্যাপ চ্যাটেও আপত্তিকর কিছু পাওয়া যায়নি বলেই জানিয়েছিলেন বিচারপতি। আর এই কারণে তিনজনের জামিন মঞ্জুর করা হয়।