ছেলে আরিয়ান খানকে নিয়েই এত দিন ব্যস্ত ছিলেন শাহরুখ খান। মাদক কাণ্ডে আরিয়ান গ্রেফতারের খবর পেতেই শ্যুটিং বন্ধ রেখেছিলেন শাহরুখ। তারপর একটানা বেশ কয়েক দিন আরিয়ানের সংশোধনাগারে থাকা, জামিনে বিলম্ব- এই সব নিয়েই ব্যস্ত ছিলেন কিং খান। অবশেষে শ্যুটিং-এ ফিরছেন তিনি।
মাদক কাণ্ডে আরিয়ান জামিনে মুক্তি পেয়েছেন কিছু দিন আগেই। তবু এখনও শ্যুটিং-এ মন নেই বাদশা খানের। ছেলে এবং পরিবারের সঙ্গেই সময় কাটাচ্ছেন তিনি। এবার অবশ্য শ্যুটিং-এ ফিরতেই হবে। শোনা যাচ্ছে নভেম্বরের শেষে বা ডিসেম্বরেই শুরুতেই সেটে ফিরছেন কিং খান। হাত রয়েছে অ্যাটলি কুমারের ‘লায়ন’ এবং যশরাজ প্রোডাকশনের ‘পাঠান’-এর কাজ। সেই কাজই এবার শেষ করবেন শাহরুখ।
‘পাঠান’-এর দুটো বড় গানের শ্যুটিং এখনও বাকি, অ্যাটলি কুমারের ছবি ফাইট সিকোয়েন্সের শ্যুটিং-ও বাকি, এবার সেই শ্যুটিং-ই শেষ করবেন বাদশা। তবে একথা সত্যি যে কঠিন সময়ে প্রায় গোটা বলিউডই কিং খানের পাশে দাঁড়িয়েছে!
শ্যুটিং থেকে সাময়িক বিরতি নেওয়ার পর কাজে ফিরতে শাহরুখের ওপর কোনও রকম চাপ সৃষ্টি করেননি পরিচালক- প্রযোজক কেউই। আর্থিক ক্ষতি হলেও ‘বাবা শাহরুখে’র ইমোশনকে ভালই বুঝেছেন বলিউডের প্রযোজক পরিচালকরা। পারিবারিক অবস্থা একটু সামলে কাজে ফেরার সিদ্ধান্ত নিজেই নিয়েছেন কিং খান।