 
								                                 
                           
                        শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর উপন্যাস ‘শ্রীকান্ত’ এবার নতুন রূপে,নতুন স্বাদে।ওটিটি প্ল্যাটফর্মে আসছে নতুন ওয়েব সিরিজ ‘শ্রীকান্ত’।বৃহস্পতিবার থেকে শুরু সিরিজের ওটিটি স্ট্রিমিং।ঠিক তার আগেই মুক্তি পেল ওয়েব সিরিজ ‘শ্রীকান্ত’-র ট্রেলার।সিরিজে নামভূমিকায় অভিনয় করেছেন ঋষভ বসু।রাজলক্ষীর চরিত্রে নজর কাড়বেন সোহিনী সরকার।সিরিজটি পরিচালনা করেছেন সানি ঘোষ রায়।ছোটপর্দা ও বড়পর্দায় ইতিমধ্যেই জনপ্রিয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস ‘শ্রীকান্ত’।লেখকের বাউন্ডুলে স্বত্বা বারবার প্রকাশ্যে এসেছে পর্দায়।এবার ওটিটি প্ল্যাটফর্মেও ওয়েব সিরিজের আধুনিক ফর্ম্যাটে ‘শ্রীকান্ত’-র গল্পকে ফ্রেমবন্দি করেছেন সানি ঘোষ রায়।তবে উপন্যাসের কাহিনির থেকে সিরিজের কাহিনিকে একটু অন্য আঙ্গিকে বেঁধেছেন পরিচালক।যেখানে গল্পের দুই মুখ্য চরিত্রকে তুলে ধরা হয়েছে বর্তমানের প্রেক্ষাপটে।শ্রীকান্ত একজন ফ্যাশন ডিজাইনার,এবং নায়িকা রাজলক্ষী রূপোলি পর্দার অভিনেত্রী।ওয়েব সিরিজ ‘শ্রীকান্ত’ যে বেশ অন্যরকম হতে চলেছে সেটা ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে।