কলকাতা: পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ফের একবার দর্শকদের জন্য নিয়ে আসতে চলেছেন এক নতুন থ্রিলার। তবে এবার গল্পের কেন্দ্রে থাকবে এক মহিলা সিরিয়াল কিলার। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এই পরিকল্পনার কথা জানিয়েছেন এবং মুখ্য চরিত্রে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়কে ভাবনার কথাও প্রকাশ করেছেন।
সৃজিত মুখোপাধ্যায় থ্রিলার নির্মাণে বরাবরই মুন্সিয়ানা দেখিয়েছেন। ‘২২ শে শ্রাবণ’, ‘ভিঞ্চি দা’, ‘দশম অবতার’-এর মতো ছবিগুলি তার উজ্জ্বল দৃষ্টান্ত। এবার তিনি মহিলা সিরিয়াল কিলারের মতো একটি ব্যতিক্রমী বিষয় নিয়ে কাজ করতে আগ্রহী।
পরিচালক জানিয়েছেন, অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ই তাঁকে মহিলা সিরিয়াল কিলার কেন্দ্রিক ছবি তৈরির জন্য অনুপ্রাণিত করেছেন। স্বস্তিকা নাকি তাঁকে প্রশ্ন করেছিলেন, কেন তিনি বারবার পুরুষ সিরিয়াল কিলারদের নিয়ে ছবি বানান।
সৃজিত মুখোপাধ্যায় স্বস্তিকা মুখোপাধ্যায়কে মুখ্য চরিত্রে ভাবার কারণ হিসেবে জানিয়েছেন, স্বস্তিকা একজন প্রতিমা অভিনেত্রী এবং পরিচালক হিসেবে তাঁর উপর সম্পূর্ণ ভরসা করা যায়। এর আগে ‘টেক্কা’ ছবিতে সৃজিতের পরিচালনায় স্বস্তিকার অভিনয় দর্শকদের মন জয় করেছে।
তবে এই প্রোজেক্ট কবে নাগাদ বাস্তবায়িত হবে, তা এখনও নিশ্চিত নয়। কারণ সৃজিত মুখোপাধ্যায় বর্তমানে একাধিক কাজ নিয়ে ব্যস্ত। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর পরিচালিত ‘কিলবিল সোসাইটি’। এছাড়াও ব্রাত্য বসুর নাটক অবলম্বনে ‘উইঙ্কল টুইঙ্কল’-এর শুটিং তিনি শেষ করেছেন এবং বর্তমানে ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন।
সুতরাং, সৃজিত মুখোপাধ্যায়ের এই নতুন পরিকল্পনা বাংলা সিনেমার দর্শকদের মধ্যে নতুন উন্মাদনা সৃষ্টি করেছে। মহিলা সিরিয়াল কিলারের চরিত্রে স্বস্তিকা মুখোপাধ্যায়কে দেখা গেলে তা নিঃসন্দেহে একটি নতুন অভিজ্ঞতা হবে। এখন দেখার, এই ভাবনা বাস্তবে কতটা রূপ পায়।