আরও পড়ুন: পরিচালক কিংবা পর্দার অভিনেতা হিসেবে নয়, এবার একেবারে মঞ্চনাটকে দেখা যাবে সৃজিত মুখোপাধ্যায়কে(Srijit Mukherjee)। নাটকে মুখ্য অভিনেতা হিসেবে থাকবেন জয়ন্ত কৃপালনি(Jayant Kripalani)। যাকে মঞ্চে কার্ল মার্কসের ভূমিকা দেখা যাবে। নাটকের নাম ‘মার্ক্স ইন কলকাতা'(Marx In Kolkata)। কৌশিক সেন(Kaushik Sen) পরিচালিত এই নাটকের রিহার্সাল পুরোদমে চলছে জিডি বিড়লা সভাঘরে। নাটকটি প্রযোজনা করেছে ‘সেন্টার স্টেজ ইউনাইটেড ভেঞ্চারস’ এবং ‘সংস্কৃতি সাগর’। কৌশিক সেনের নাট্যদল ‘স্বপ্নসন্ধানী’র এটিই হবে প্রথম ইংরেজি নাটক।
কৌশিক এর মতে এটা মার্কসের কামব্যাকের উপযুক্ত সময়। তার মতে সারা বিশ্বে নিওলিবারেল ক্যাপিটালিজম ফ্যাসিস্ট সরকারের সঙ্গে একরকম ঘাটছড়া বাঁধতে বাধ্য হচ্ছে। টাইপ মার্ক্সের ফেরার আদর্শ সময় এটা।
উল্লেখ্য সৃজিতকে এই নাটকে দেখা যাবে মেফিস্টো ফিলিসের ভূমিকায়। আগামী ২৯ মে ‘মার্কস ইন কলকাতা’ নাটকটির প্রথম শো হবে। দীর্ঘ ষোল বছর পর অভিনেতা হিসেবে নাটকের মঞ্চ অবতীর্ণ হবেন ‘অটোগ্রাফ’ পরিচালক। পরিচালক স্মৃতি হাতরে বলেন, নাটকের জন্যই আমি চাকরি ছেড়েছিলাম, পরবর্তী সময় অবশ্য চলচ্চিত্রের জগতে এসেছি।