কলকাতা: আইনের চোখে শ্রাবন্তী চট্টোপাধ্যায়(Srabanti Chatterjee) এবং রোশান সিংহ(Roshan Singha) আর স্বামী-স্ত্রী নন। নিঃশব্দে বিচ্ছিন্ন(Divorce) হলেন তাঁরা। বেশ কয়েক বছর ধরে টলিউডের এই বিতর্কিত অভিনেত্রী শ্রাবন্তী তার স্বামীর কাছ থেকে আলাদা থাকছিলেন। যদিও গৃহীত সঙ্গে পুনরায় সংসার করার জন্য মামলা দায়ের করেছিলেন রোশান। আর তাতে সায় না দিয়ে বিবাহ-বিচ্ছেদ এর জন্য আদালতে মামলা করেছিলেন শ্রাবন্তী। এমনকি ২০২১ সালের সেপ্টেম্বরে খরপোষ বাবদ অর্থ দাবি করে অভিনেত্রী আদালতে আপিল করেন। এরপর এই মামলায় ছবিটা দেশ দেয় আদালত। এবার অবসান হল সমস্ত জটিলতার। বিবাহ বিচ্ছেদে পড়লো আদালতের সীলমোহর।
আরও পড়ুন:মা ছেলের গল্প, ‘আড়ি’র ট্রেলার চোখ ভিজবে!
প্রসঙ্গত, শ্রাবন্তী রোহনের কাছে মোটা টাকা খোরপোশ চেয়েছিলেন। কিন্তু রসুনের পক্ষে তা দেওয়া সম্ভব ছিল না। পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন যথেষ্ট চর্চায় থাকেন এই টলিউড কুইন। রোশন ছিলেন অভিনেত্রীর তৃতীয় স্বামী।
২০০৩ সালে পরিচালক রাজীবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শ্রাবন্তী। এই দম্পতির সন্তান অভিমন্যু। রাজীবের সঙ্গে ছাড়াছাড়ির পর প্রেমিক কৃষাণ ভিরাজকে বিয়ে করেন এই অভিনেত্রী। ২০১৬ সালের জুলাইয়ে শ্রাবন্তী ও কৃষাণের বিয়ে হয়। কিন্তু বছর পেরুতেই বিবাহবিচ্ছেদের কথা জানান শ্রাবন্তী। ২০১৯ সালে রোশানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।