মঙ্গলবার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় সেরে ফেললেন তাঁর আগামী ছবির লুক টেস্ট। সঙ্গে ছিলেন ছবির নায়ক ওম। পরিচালক অয়ন দের আগামী ছবিতে প্রধান চরিত্রে কাজ করবেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ছবির নাম ‘ভয় পেওনা’।
এই ছবিতে অভিনেতা ওম সাহানির সঙ্গে জুটি বেঁধে পর্দায় আসতে চলেছেন শ্রাবন্তী। পরিচালকের কথায়, এটি একটি সাইকোলজিকাল থ্রিলার হতে চলেছে। শ্যুটিংয়ের কাজ শুরু হবে আগামী ৪ জানুয়ারি থেকে।
ওম ও শ্রাবন্তীকে স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে। বিয়ের পর থেকেই শ্বশুর বাড়িতে ঘটতে থাকে নানা ধরনের ভৌতিক ঘটনা। কী হবে পরিনতি দেখা যাবে ছবি মুক্তির পর।
ভয় পেয়ো না ছবিতে ওম একজন ডাক্তারের চরিত্রে অভিনয় করছেন। শ্রাবন্তীকে দেখা যাবে একজন কর্পোরেট কর্মী হিসেবে। ছবিতে ওম, শ্রাবন্তীর বিয়ের পর থেকেই শুরু হয় নানা ভৌতিক কান্ডকারখানা। আপাতত ছবির শ্যুটিংয়ের জন্য প্রস্তুত হচ্ছেন শ্রাবন্তী, ওম ও কলাকুশলীরা।