মুম্বই: চূড়ান্ত আশা জাগিয়েও বিশ্বকাপ (CWC 2023) জিততে পারেনি ভারত (India)। ১৯ মে-র রাতে অন্ধকার নেমে এসেছিল ১৪০ কোটি ভারতবাসীর মনে। তবে ভারত হারলেও দেশজুড়ে প্রশংসিত হচ্ছেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli)। জোর জল্পনা চলছে, ২০২৪ আইপিএলে নাকি একই দলে খেলবেন দু’জনে। রোহিত নাকি বিরাটের দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে (RCB) যোগ দিতে পারেন!
ঘটনাটা কী?
ঘটনা না বলাই ভালো। সোশ্যাল মিডিয়ায় যা চলছে তাকে আপাতত গুজব বলা উচিত। বিশ্বকাপ শেষ হওয়ার দিন দুয়েকের মধ্যে বিসিসিআইয়ের (BCCI) এক সূত্র জানিয়েছিল, ভারতের জার্সিতে টি২০ ক্রিকেট সম্ভবত আর খেলবেন না রোহিত। এদিকে শোনা যাচ্ছে, মুম্বই ইন্ডিয়ান্স (MI) নাকি তাঁকে ছেড়ে দিতে পারে। কারণ অবসরের দোরগোড়ায় এসে পড়েছেন রোহিত। তারপরের জল্পনা, রোহিতকে তাঁর ফ্র্যাঞ্চাইজি ছেড়ে দিলে নেওয়ার চেষ্টা করবে আরসিবি।
আরও পড়ুন: জোরালো হচ্ছে হার্দিকের মুম্বই ফেরার সম্ভাবনা
আইপিএলের (IPL) প্রথম দিন থেকে আলাদা দলে খেলছেন বিরাট ও রোহিত। তাঁরা এক দলে আসার সম্ভাবনা সামান্য উঁকি দিতেই শোরগোল পড়ে গিয়েছে নেট দুনিয়ায়। রোমাঞ্চিত বোধ করছেন তাঁদের ভক্তেরা। জল্পনা সত্যি হলে কী পরিমাণ দর্শক সমর্থন পাবে আরসিবি তা কল্পনাও করা যাচ্ছে না।
এদিকে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) মুম্বই ইন্ডিয়ান্সে (Mumbai Indians) যোগ দেওয়ার সম্ভাবনা ক্রমশ জোরালো হচ্ছে। টানা সাত বছর মুম্বইয়ের হয়ে খেলে ২০২২ সালে নতুন ফ্র্যাঞ্চাইজি গুজরাত টাইটান্সে (Gujarat Titans) যোগ দেন। গুজরাতের অধিনায়ক হিসেবে প্রথম মরশুমে ট্রফি জেতেন তিনি। পরের বছর অর্থাৎ ২০২৩-এ রানার্স। এত সফল অধিনায়ককে হয়তো ছেড়ে দিতে পারে তাঁর ফ্র্যাঞ্চাইজি। সেটা হলে প্রথমবার কোনও আইপিএল জয়ী অধিনায়ক দলবদল করবেন।