কলকাতা: সোমবার টি২০ বিশ্বকাপের দল ঘোষণা করেছিল নিউজিল্যান্ড (New Zealand)। আজ, মঙ্গলবার একই কাজ করল দক্ষিণ আফ্রিকা (South Africa)। ১৫ জনের স্কোয়াড এবং অতিরিক্ত দুজন সফরকারী রিজার্ভের নাম জানিয়ে দিল প্রোটিয়া ক্রিকেট বোর্ড। প্রত্যাশামতোই অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন এইডেন মার্করাম (Aiden Markram)। বিশ্বকাপের দলে সুযোগ পেয়েছেন দু’জন আনক্যাপড খেলোয়াড়, অর্থাৎ তাঁদের এখনও জাতীয় দলে অভিষেক হয়নি।
ওডিআই অধিনায়ক টেম্বা বাভুমা (Temba Bavuma) বাদ পড়েছেন। ওপেনিংয়ে কুইন্টন ডি ককের (Quinton de Kock) সঙ্গে নামার দাবিদার দুজন রিজা হেন্ডরিক্স এবং রায়ান রিকেলটন। রিকেলটনের এখনও অভিষেক হয়নি। আর একজন আনক্যাপড খেলোয়াড় হলেন ওটনিয়েল বার্টম্যান। দলে একজনই মাত্র অলরাউন্ডার নেওয়া হয়েছে, তিনি মার্কো জানসেন (Marco Jansen)। কেশব মহারাজ (Keshav Maharaj) ব্যাট করতে পারলেও তাঁকে বোলার হিসেবেই নেওয়া হয়েছে।
দলে উইকেটকিপার ব্যাটার রয়েছে চারজন— ডি কক, হেনরিখ ক্লাসেন, রিকেলটন এবং ট্রিস্টান স্টাবস। বোলাররা হলেন কাগিসো রাবাডা, আনরিখ নর্খিয়া, কেশব মহারাজ, তবরেজ শামসি, ওটনিয়েল বার্টম্যান, জেরাল্ড কোয়েটজি, বিয়র্ন ফরটুইন। সফরকারী রিজার্ভ হিসেবে রাখা হয়েছে লুঙ্গি এনগিডি এবং নান্দ্রে বার্গারকে।
দক্ষিণ আফ্রিকার টি২০ বিশ্বকাপের দল: এইডেন মার্করাম (অধিনায়ক), ওটনিয়েল বার্টম্যান, জেরাল্ড কোয়েটজি, কুইন্টন ডি কক, বিয়র্ন ফরচুইন, রিজা হেনড্রিক্স, মার্কো জানসেন, হেনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, ডেভিড মিলার, আনরিখ নর্খিয়া, কাগিসো রাবাডা, রায়ান রিকেলটন, তবরেজ শামসি, ট্রিস্টান স্টাবস।
সফরকারী রিজার্ভ: লুঙ্গি এনগিডি, নান্দ্রে বার্গার।
দেখুন অন্য খবর: