পরিচালক জয়দীপ মুখোপাধ্যায় র নতুন সিরিজের ‘রুদ্রবীণার অভিশাপ’। এই সিরিজের টিজার ইতিমধ্যেই দর্শকদের নজর কেড়েছে।এই নতুন সিজনে রুদ্রবীণা বাদ্যযন্ত্র ঘিরে জমাট বাঁধছে নতুন রহস্য। দর্শকদের সামনে এলো এই সিরিজের নতুন পোস্টার । তানসেনের তানপুরা উদ্ধারের পর এবার ‘রুদ্রবীণার অভিশাপ ‘ ঘিরে রহস্য উন্মোচনে আসছেন আলাপ, শ্রুতি। খুব শীঘ্রই দর্শকরা দেখতে পাবে এই সিরিজ।
হইচই’-এর ওয়েবসিরিজ ‘তানসেনের তানপুরা’-য় আলাপ শ্রুতির অর্থাৎ রূপসা ও বিক্রমের সঙ্গে সবাই পরিচয় করে ছিল, এবার এদের সঙ্গে হাত মিলিয়ে এবার রহস্যের জট খুলবেন দিতিপ্রিয়া ও সৌরভ দাস ।
তবে সৌরভের লুক দেখে দর্শকদের মনে কৌতুহল বেড়ে গেছে। তবে খুব বেশিদিন অপেক্ষা করতে হবেনা এই বড় দিনেই নতুন এই সিরিজ দেখতে পাবে নেটিজেনরা