একটা গোটা গানেই যেন ধরা রইল গোটা একটা গল্প। সদ্যই মুক্তি পেয়েছে রোহিত শেট্টির আপকামিং ছবি সূর্যবংশী-র নতুন গান মেরি ইয়ারা। সেই গানেই ধরা রয়েছে দারুণ একটা গল্প।
গানের শুরু থেকে শেষ অক্ষয় কুমার আর ক্যাটরিনা কাইফের ভরপুর রোম্যান্সে ইতিমধ্যেই মুগ্ধ হয়েছেন দর্শক।রোম্যান্স থেকে শুরু করে বিয়ে, তারপর মা- বাবা হওয়া, সুরেলা এই যাত্রায় যেন সঙ্গী হয়েছেন দর্শকরাও।
মেরি ইয়ারা গেয়েছেন অরিজিৎ সিং আর নীতি মোহন।
সূর্যবংশী মুক্তির আগে দেখে নিন গান: