তার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জনকে নিমেষে উড়িয়ে দিলেন বলিউড অভিনেত্রী। সম্প্রতি তিনি লন্ডন থেকে দেশে ফিরেছেন। বিমানবন্দরে পা রাখা মাত্রই নেটিজেনদের গুঞ্জন। কেন তিনি তার স্বভাব বিরুদ্ধ ঢিলেঢালা পোশাক পরেছেন। তা থেকেই এই সন্দেহ। তিনি নাকি অন্তঃসত্ত্বা। গত কয়েক দিন ধরেই তার প্রেগন্যান্সি নিয়ে তুমুল চর্চা শুরু হয়েছে ইন্ডাস্ট্রিতে। প্রথম সন্তানের অপেক্ষায় সোনম-আনন্দ অথবা অন্তঃসত্ত্বা সোনম কাপুর- এ হেন শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে। তাঁর ওভারসাইজ পোশাক দেখে অনেকে মনে করেছেন, বেবি বাম্প লুকিয়ে রাখতেই নায়িকার এ হেন প্রয়াস। এর আগেও তাকে নিয়ে এমন গুঞ্জন রটেছে। এবার এই গুঞ্জন অনিল কন্যা সোনমের কানে পৌঁছেছে। এবার আর তিনি চুপ করে নেই। নিজের ইনস্টাগ্রামের দেওয়ালে একটি বুমেরাং ভিডিও পোস্ট করেছেন সোনম। সঙ্গে তাঁর লেখা ক্যাপশন পড়লে ভিডিও সম্পর্কে সমস্ত দ্বন্দ্ব কেটে যাবে। বলি সুন্দরী লিখেছেন, ‘পিরিওডের প্রথম দিন, তাই সঙ্গী গরম জলের বোতল এবং আদা চা’। অর্থাৎ তিনি যে অন্তঃসত্ত্বা নন হাতে গরমে তা দেখিয়ে দিলেন মাসিক ঋতুচক্র শুরু হওয়ার খবর দিয়ে। এভাবেই নেটিজেনদের সমস্ত জল্পনায় জল ঢেলে দিয়েছেন ‘নীরজা’ অভিনেত্রী। গত কয়েক মাস ধরে স্বামী আনন্দ আহুজার সঙ্গে লন্ডনে নিজেদের বাড়িতে সময় কাটিয়েছেন সোনম। একঘেয়েমি কাটাতে ঘরেই ‘ক্যান্ডেল লাইট ডিনার’ এর ব্যবস্থা করতেন তিনি। দারুন সব রকমারি পোশাক পরে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করতেন। এই মুহূর্তে তার হাতে ‘ব্লাইন্ড’ ছবিটি। লকডাউন এর পরে এই ক্রাইম থ্রিলার ছবির শুটিং ছেড়েছেন তিনি স্কটল্যান্ডের গ্লাসগো সেদেশের আরো বেশ কয়েকটি লোকেশনে। এ বছরেই তা মুক্তি পাওয়ার কথা।
আপাতত তিনি ‘সন্তানসম্ভবা’র গুঞ্জন থেকে মুক্ত হলেন। বেশ কয়েক বছর বিয়ে করেছেন সোনম, নেটিজেনরা সুখবর তো চাইতেই পারেন। আর কতদিন তিনি তাদের হতাশ করবেন তার উত্তর এক মাত্র তিনিই দিতে পারেন।