বলিউডে তাঁর কেরিয়ারের বয়স খুব কম নয়। কিন্তু প্রেমের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কিছু বলার ব্যাপারে তিনি বরাবরই নিজেকে পর্দার আড়ালে রেখেছেন। অর্থাৎ এ ব্যাপারে সব সময় একটু লোভ প্রোফাইল বজায় রেখে চলেন ‘দাবাং’ অভিনেত্রী। অন্যান্য বলিউড নায়িকাদের মতো আজ এই নায়ক তো কাল তাবড় কোন শিল্পপতির সঙ্গে সম্পর্ক, এসবে বিশ্বাস করেন না তিনি।
আরও পড়ুন: সঞ্জয়ের নতুন ছবিতে মাধুরীর সাথে কে?
আবার প্রেমের সম্পর্কে অবিশ্বাসের কথা ভাবতে পারেন না তিনি। সচেতনভাবে নিজের সম্পর্ক লুকিয়ে রাখতে পারেন শত্রুঘ্ন- কন্যা। সহ-অভিনেতাদেরকে নিয়ে সম্পর্কের গুঞ্জন খুব একটা বাড়তে জানেন না তিনি। তুমি বছর দুয়েক আগে তিনি নাকি স্বীকার করেছিলেন একজন সেলিব্রিটি সঙ্গে তার প্রনয়ের সম্পর্ক ছিল। কিন্তু কাকপক্ষীতেও তা টের পায়নি। সোনাক্ষী এক টেলিভিশন শোতে বলেছিলেন, তার বাবা-মা নাকি তাকে বলেছে প্রেম করা যাবে কিন্তু কোন সুশীল পুরুষের সঙ্গে। সোনাক্ষী পরিবারের প্রবল আপত্তি ছিল ইন্ডাস্ট্রির কারো সঙ্গে সম্পর্কে জড়ানোর ব্যাপারে। তাই ওই ছেলেটির সঙ্গে প্রেমের সম্পর্কের কথা বেমালুম চেপে গিয়েছিলেন তিনি। দিব্যি চলছিল নাকি ডেটিং।
কিন্তু তা প্রেমের পর্যায় নাকি পৌঁছয়নি এমনটাই জানিয়েছিলেন সোনাক্ষী। তার নাম অবশ্য সোনাক্ষী প্রকাশ করেননি। বান্টি সজদেহকে নিয়ে তাঁর সম্পর্কের গুঞ্জন নস্যাৎ করে দিয়েছিলেন তিনি নিজেই। তিনি নিজে খুবই বিরক্ত হন যখন তাঁর বিয়ে নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়। সে কথা প্রকাশ্যে তিনি বহুবার জানিয়েছেন,’যার বিয়ে তার হুঁশ নেই পাড়া-পড়শির ঘুম নেই’। এমন ভাবটাই প্রকাশ করতে চেয়েছেন। মেয়ের বিয়ে নিয়ে শত্রুঘ্ন-পুনম চিন্তিত। তবে মেয়েকে ধরে বেঁধে বিয়ে দিতে চান না তাঁরা। সোনাক্ষীর উপরেই ছেড়ে দিয়েছেন তাঁর বাবা-মা। এক সাক্ষাৎকারে সোনাক্ষী নিজেই জানিয়েছিলেন, আমার হবু বয়ফ্রেন্ড এর উদ্দেশ্যে একটা উপদেশ রইল যদি জানতে পারি যে সে আমাকে ঠকিয়েছে তবে সেই দিনটাই হবে শেষ দিন। প্রেমের সম্পর্কে পরস্পরের প্রতি বিশ্বাস অত্যন্ত জরুরী। অতিসম্প্রতি আর এক সাক্ষাৎকারে স্মৃতিচারণ করতে গিয়ে বলেছেন স্কুলজীবনেই নাকি তিনি প্রথম এক ছাত্রর সঙ্গে প্রেমে পড়েছিলেন।
‘আমার মতে এটি অনেকটা প্রথম প্রেমের মিষ্টি অনুভূতি ছিল। আমার বয়স তখন ১৪ কিংবা ১৫ হবে। আমি একটু টমবয় প্রকৃতির ছিলাম বলে আমাকে স্কুলে অনেকেই পছন্দ করত না। কিন্তু এক বেচারা আমাকে খুবই পছন্দ করতে শুরু করে। আমিও কিছুদিন লক্ষ্য করার পর বলে দিই হ্যাঁ আমি তোমাকে পছন্দ করি।’তারপর একটু নীরব থেকে সোনাক্ষী নিজেই বলেন,’তারপর স্কুল শেষ, সম্পর্কও শেষ। কিন্তু এটিই ছিল আমার জীবনের প্রথম প্রেম’।
যদিও এই প্রেম কিছুটা মজার ছলে ছিল তারপর ২১ কিংবা ২২ বছরে সত্যিকারের প্রেমে পড়েছিলেন সোনাক্ষী। তিনি নিজেই বলেছেন,’এই সম্পর্ক প্রায় পাঁচ বছর টিকে ছিল। সত্যিকারের প্রেম বলতে যা বোঝায়। আমার মতে প্রত্যেক সম্পর্ক থেকে শিক্ষা নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। সামনে এগিয়ে যাওয়া যায়। কারণ প্রত্যেক মানুষই আলাদা এবং তাদের ব্যক্তিত্ব ভিন্ন ভিন্ন। কাজেই এমন একজনকে আপনাকে খুঁজে বার করতে হবে যে আপনাকে সহ্য করতে পারবে। আপনার সঙ্গে অ্যাডজাস্ট হবে।’
সম্প্রতি সোনাক্ষী অভিনীত ‘মিল মাহিয়া’ গানটি প্রকাশ পেয়েছে। এতে কণ্ঠ দিয়েছেন রাশি সুদ। এতেও প্রথম প্রেমের অনুভূতি ফুটিয়ে তোলা হয়েছে।