নটী বিনোদিনীর জীবনি নিয়ে এবার বলিউডে তৈরি হবে ছবি। বাঙালি পরিচালক প্রদীপ সরকার মুলত বলিউডেই কাজ করেছেন । তবে প্রদীপ বাবুর প্রতি ছবিতেই বাংলার সাহিত্য সংস্কৃতি উঠে আসে। এবার তিনি নটী বিনোদিনীর জীবনি নিয়ে শুরু করবেন শ্যুটিংয়ের কাজ। এই বিষয় নিয়ে রিসার্চের দায়িত্বে রয়েছেন কলকাতার সাংবাদিক তথা চিত্রনাট্যকার ও রিসার্চার শিবাশীষ বন্দ্যোপাধ্যায়।
এই ছবির কাজ বহু আগেই শুরু হওয়ার কথা ছিল, তবে করোনার থাবা আসতে আটকে গেছিল ছবির কাজ। তবে শোনা যাচ্ছে, এই মুহূর্তে ছবির চিত্রনাট্য তৈরি হয়ে গেছে। নতুন বছরের প্রথমেই ছবির কাজ শুরু হওয়ার কথা।প্রথমে নটী বিনোদিনীর চরিত্র করার কথা ছিল ঐশ্বর্য রাই এর।
পরবর্তী সময়ে জানা যায় ঐশ্বর্যর জায়গায় এসেছেন সোনাক্ষি সিংহ। অর্থাৎ নটী বিনোদিনীর চরিত্রে বড়পর্দায় দেখা যাবে সোনাক্ষি সিংহকে। শোনা যাচ্ছে সোনাক্ষি এই চরিত্র করার জন্য নিজেকে প্রস্তুত করছেন। নটী বিনোদিনীর চরিত্র কে করবেন ঠিক হয়ে গেলেও নাট্যকার গিরিশ ঘোষের চরিত্র কে করবেন এখনও জানা যায়নি ।