মুম্বই : জানা যাচ্ছে মুম্বইয়ের অভিজাত একটি এলাকায় সমুদ্রমুখী বিলাসবহুল একটি ফ্লাট কিনেছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। এই ফ্ল্যাট কিনতে নাকি তাকে গুনতে হয়েছে ১১ কোটি টাকা। ফ্রি প্রেস জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে মুম্বাইয়ের বান্দ্রার অরিয়েট বিল্ডিং এর ২৭ তলায় সোনাক্ষীর নতুন ফ্ল্যাট। এই অ্যাপার্টমেন্টে অনেক অন্যান্য তারকা ও শিল্পপতি বাস করেন।
গত অগস্ট মাসে সোনাক্ষীর এই ফ্ল্যাটের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। ফ্ল্যাটটির আয়তন ২০০০ স্কোয়ার ফিটের বেশি। থেকে সমুদ্র আকাশের সৌন্দর্য উপভোগ করতে পারবেন অভিনেত্রী। তাছাড়াও রয়েছে ৪টি পার্কিংয়ের সুবিধা।
২০২০ সালে বান্দায় আর একটি ফ্ল্যাট কিনেছিলেন সোনাক্ষী। চার বেডরুমের এই ফ্ল্যাট কিনতে তাকে গুনতে হয়েছিল ১৪ কোটি টাকা।
সোনাক্ষীর অনুরাগীরা সোশ্যাল মিডিয়ায় জানতে চাইছেন ফ্ল্যাট কেনা সম্পন্ন হলে কি অভিনেত্রী বিয়ের আসনে বসবেন! যদিও এ ব্যাপারে সোনাক্ষী মুখে কুলুপ এঁটে আছেন।
‘দাবাং’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে সোনাক্ষীর। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন সলমন খান। এ অভিনেত্রীর পরবর্তী সিনেমা ‘কাকুডা’। হরর-কমেডি ঘরানার এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন রিতেশ দেশমুখ। আদিত্য শরপোদ্দার পরিচালিত সিনেমাটি আগামী ১৩ অক্টোবর মুক্তির কথা রয়েছে।