বছর চারেক আগে মুক্তি পেয়েছিল ‘করিব করিব সিঙ্গল’। ছবিতে ইরফান খানের অভিনয়ে মুগ্ধ হয়েছিলেন দর্শক, আজও তারা ভুলতে পারেননি ইরফানের অভিনয়। ইরফানকে ভুলতে পারেননি তাঁর স্ত্রী সুতপা শিকদারও।
সদ্যই ‘করিব করিব সিঙ্গল’-এর স্মৃতি শেয়ার করলেন সুতপা।জানালেন ইরফান চলে গেলেও তিনি এখনও তাঁর কাছেই আছেন।নিজের ফেসবুক প্রোফাইলে ‘করিব করিব সিঙ্গল’-এর মেমোরি শেয়ার করেছেন সুতপা।চার বছর আগে ছবি মুক্তি পাওয়ার পর সমালোচকদের রিঅ্যাকশন শেয়ার করেছিলেন ইরফান।সুতপার এফ.বি পোস্টে জায়গা করে নিল সেই স্মৃতিই।
ইরফানের কথা লিখতে গিয়ে সুতপা লিখেছেন, ইরফানের মৃত্যুর পর দেড় বছর কেটে গেলেও আজও ঘুমের সমস্যায় ভোগেন সুতপা। প্রতিটা দিন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ভেসে ওঠে ইরফানের একের পর এক স্মৃতি। সুতপার বারবার মনে হয়, ইরফান থাকলে হয়তো সব কিছু অন্যরকম হতো…তুম হতে তো ইয়ে হোতা…
সুতপার মনে পড়ে গেছে, অমিতাভ বচ্চনের এই আইকোনিক কবিতাটা পাঠ করতে চেয়েছিলেন ইরফান খান। আশা পূরণ হয়নি তাঁর, প্রায়ই স্ত্রী-র সঙ্গে আড্ডায় সেই আফসোশ ঝরে পড়ত ইরফানের গলায়।
প্রিয় বন্ধুকে হারিয়ে আজও প্রায় দিশেহারা সুতপা। তবে তিনি জানেন, এমন কিছু মানুষ থাকেন যারা হৃদয়ের এত কাছাকাছি বাস করেন যে তারা না থাকলেও থেকে যান। তেমনই সুতপার হৃদয়ে রয়ে গেছেন তাঁর প্রিয় বন্ধু, ইরফান খান।