কলকাতা : শুক্রবারই বড়পর্দায় মুক্তি পেয়েছে পরিচালক অরিত্র সেনের(Aritra Sen) নতুন ছবি শহরের উষ্ণতম দিনে(Shororer Ushnotomo Dine)।দক্ষিণ কলকাতার একটি শপিং মলের মাল্টিপ্লেক্সে(Multiplex) হয়ে গেল ছবির জমকালো প্রিমিয়ার।যে উপলক্ষে মাল্টিপ্লেক্সে বসেছিল চাঁদের হাট।শহরের উষ্ণতম দিনে ছবির তারকা ও কলাকুশলীরা তো ছিলেনই। টলিপাড়ার(Tollywood) বহু সেলিব্রিটি এদিন ভিড় জমিয়েছিলেন মাল্টিপ্লেক্সে(Multiplex)। ছবির পাশাপাশি বিক্রম-সোলাঙ্কি(Vikram Chatterjee-Solanki Roy) জুটিরও ভূয়সী প্রশংসা শোনা গিয়েছে সকলের মুখে।ছবিতে একসঙ্গে দেখা গিয়েছে ছোটপর্দার জনপ্রিয় জুটি বিক্রম চট্টোপাধ্যায় ও সোলাঙ্কি রায়কে।ছবিতে বিক্রমের চরিত্রটির নাম ঋতবান এবং সোলাঙ্কি অভিনয় করেছেন ঋতবানের বান্ধবী অনিন্দিতার চরিত্রে। পুরনো সম্পর্ক ফেলে কেরিয়ারের টানে ঋতবান ৫ বছরের জন্য লন্ডন চলে যায়। অন্যদিকে ভালোবাসা আর আবেগ প্রবণ এই তিলোত্তমাকে ছাড়তে পারে না অনিন্দিতা।
সে তার কেরিয়ার, নতুন সম্পর্ক, জীবন গুছিয়ে নিয়েছে এই শহরকে আঁকড়ে ধরেই। কিন্তু পাঁচ বছর পর ফের অনিন্দিতার জীবনে ঝড় তুলতে ফিরে আসে ঋতবান। পুরনো ভালোবাসা ভুলে যাওয়া কী খুব সহজ? নতুন সম্পর্ক ফেলে অতীতে কী ফিরে যাবে অনিন্দিতা?তার বদলে যাওয়া ব্যবহারে ঋতবান কী নিজের ভুল বুঝতে পারলো? এই প্রশ্নের উত্তর জানতে বলে বড়পর্দায় গিয়ে দেখতে হবে শহরের উষ্ণতম দিনে।
দীর্ঘ ৮ বছর পর জুটি বেঁধেছেন বিক্রম-শোলাঙ্কি। একসময় লোকের ঘরে ঘরে টেলিভিশনের পর্দায় এই জুটি মন কেড়েছিলো দর্শকদের। এবার বড়পর্দায় দর্শকের মন জয় করতে হাজির “ইচ্ছেনদী” জুটি। ছবিতে শুধু প্রেমের সম্পর্ক নয়, নিখাদ-নিপাট এক বন্ধুত্বের গল্পও ধরা পড়ল শহরের উষ্ণতম দিনে ছবিতে ।বিক্রম ও সোলাঙ্কি ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন অনিন্দ্য চট্ট্যোপাধ্যায়, সুজয়প্রসাদ, অনামিকা চক্রবর্তী ছাড়াও আরও অনেকেই।ছবিতে গান গেয়েছেন তিমির বিশ্বাস, লগ্নজিতা চক্রবর্তী, অর্নব দাস। ছবিতে সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন সঙ্গীত পরিচালক নবারুন বোস ও সিনেমাটোগ্রাফি করেছেন বাসুদেব চক্রবর্তী।