বিয়ে মানেই হাজার ঝামেলা, তাই বর্তমানে অনেকেই ভোগেন ‘ম্যারেজ ফোবিয়াতে’। চারিদিকে বিভিন্ন দম্পতির বিচ্ছেদ কিংবা কমিটমেন্টের ভয়, ইত্যাদি নানা কারণ রয়েছে । বিয়ে মানেই আগে পাকা দেখা তাই এই ‘পাকা দেখা’-কেই পরবর্তী ছবির বিষয় হিসাবে বেছে নিয়েছেন পরিচালক প্রেমেন্দু বিকাশ চাকী। প্রধান চরিত্রে অভিনয় করছেন সোহম চক্রবর্তী ও সুস্মিতা চট্টোপাধ্যায়। প্রথমবার জুটি বেঁধে আসছেন সোহম ও সুস্মিতা।
১৯ তারিখ থেকে শুরু হয়েছে এই ছবির শ্যুটিংয়ের কাজ।ছবির গল্প সম্পর্কে অভিনেতা সোহম জানান, ছবিতে ব্যাঙ্ক কর্মচারী হলেও ঘড়ির কাঁটায় বাঁধা তাঁর দৈনন্দিন জীবন। আইটি সেক্টরে কাজ করে তিয়াশা। কাজের চাপে সময় মতো কোনও কিছুই সামাল দিয়ে উঠতে পারে না সে। এদিকে তিয়াশার বাবার ইচ্ছে জয় তাঁর জামাই হোক। সেই সূত্রে দুই পরিবারে পাকা দেখা এবং এই সংক্রান্ত নানা মজা ও ঘটনা ঘিরে এগোবে ছবির গল্প।
থ্রিলার ধর্মী ছবির ভিড়ে হালকা হাসির কমেডি গল্প বলবে ‘পাকা দেখা’। জোর কদমে চলছে শ্যুটিং।হাসি ঠাট্টা করেই চলছে কাজ। কারন এই ছবিতে সোহম সুস্মিতা ছাড়াও রয়েছেন এছাড়াও ছবিতে খরাজ মুখোপাধ্যায়, লাবণী সরকার, সুমন্ত মুখোপাধ্যায়, দোলন রায়, দীপঙ্কর রায় সহ আরও অনেক অভিনেতা। ছবির সঙ্গীত পরিচালনা করছেন জিৎ গাঙ্গুলি এবং গল্প ও চিত্রনাট্য পদ্মনাভ দাশগুপ্তর লেখা। আগামী পয়লা বৈশাখ বা জামাইষষ্ঠিতে মুক্তি পেতে পারে এই ছবি।