ওয়েব ডেস্ক: বোহেমিয়া লুকের জন্য ফেমাস সোহিনী (Sohini Sarkar)। তবে কখনও সখনও আবার ক্যাজুয়াল লুকেও ধরা দেন তিনি। আর এবার বৃষ্টি ভেজা শহরে, ক্যাজুয়াল লুকে একগুচ্ছ ছবি পোস্ট করলেন অভিনেত্রী। চলুন আর দেড়ি কীসের ? দেখে নেওয়া যাক…
View this post on Instagram
আরও পড়ুন: করিশ্মা কপূর কি কলকাতার প্রেমে পড়েছেন?
ট্রেন্ডি শব্দটা শুনলেই মাথায় আসে একটাই নাম, সোহিনী সরকার। তবে এবার বৈশাখের বৃষ্টি ভেজা দিনে , নিজের একগুচ্ছ ক্যাজুয়াল লুকের ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করলেন অভিনেত্রী। হালকা সবুজ রঙের টি সার্ট, সঙ্গে জিনস। হাতে ঘড়ি, খোলা চুল, ঠোঁটে হালকা করে লিপস্টিক , সঙ্গে একদম নো মেকাপ লুকে ধরা দিলেন সোহিনী। বৃষ্টি ভেজা দিনের পর রোদ ঝলমলে দিনের শুরুতে তুললেন সান কিস্ড ছবিও। আর তাঁর এই নয়া অবতারে কুপোকাত তাঁর পুরুষ ভক্তরা।
দেখুন অন্য খবর