ওয়েব ডেস্ক: ‘দেবী চৌধুরানী’ আপামর বাঙালির কাছে আবেগের চরিত্র। সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসই হোক কিংবা টিভির পর্দায় ‘প্রফুল্ল’র ডাকাতরানি ‘দেবী চৌধুরানী’ হয়ে ওঠার কাহিনি, কমবেশি সকলেরই জানা। আর তা যখন রুপোলি পর্দায় আসছে , তার জন্য সিনেপ্রেমিদের অপেক্ষা তো থাকেবেই। এর আগেও ‘দেবী চৌধুরানী’ পর্দায় এসেছে। সেই চরিত্রে দর্শক পেয়েছেন মহানায়িকা সুচিত্রা সেনকে।
ফের চিত্রপরিচালক শুভ্রজিৎ মিত্র বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাসকে নিয়ে ছবি তৈরির পরিকল্পনা করেন। জানা গিয়েছে, ২০২৩ সালে শুরু হয়েছিল এই ছবির শুটিং। ইতিমধ্যে শেষ হয়েছে পোস্ট প্রোডাকশনের কাজও। জাতীয় স্তরে এই ছবি বিশেষ সম্মান পেয়েছে। তবে সব কিছুর পরেও এই ছবি এখনও মুক্তি পায়নি। বারবার মুক্তির দিন ঠিক হলেও বারবার পিছিয়েছে সেই পরিকল্পনা। কবে মুক্তি পায় ছবি, সেদিকেই তাঁকিয়ে রয়েছে দর্শকমহল।
আরও পড়ুন: ‘অর্ধাঙ্গিনী’র পর এবার আসতে চলেছে ‘আরও অর্ধাঙ্গিনী’
তবে এবার দর্শকদের খুশির খবর দিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তিনি জানালেন, এই ছবিতে ভবানী পাঠকের চরিত্রে অভিনয় করেছেন তিনি। সমাজমাধ্যমে ছবির পোস্টার পোস্ট করে প্রসেনজিৎ লিখেছেন, দেবীপক্ষেই দেবীর আগমন। এই পুজোয় আসছে আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে। এই পোস্ট দেখার পর থেকেই দর্শকরা বলছেন, তাহলে কি এবছর পুজোয় মুক্তি পেতে চলেছে ‘দেবী চৌধুরানী’।
দেখুন অন্য খবর