সরকারি নির্দেশ মেনে খুলে গেছে সিনেমা হল। তবে লকডাউনের কারণেই এখোনো কোন প্রযোজনা সংস্থা ছবি মুক্তির দিন ঠিক করতে পারেনি। তাই সিনেমা হল খুললেও এই সপ্তাহে কোন ছবি মুক্তি ঠিক ছিলোনা। বেশিরভাগ সিনেমা হল খুললেও প্রদর্শনের জন্য কোন সিনেমা প্রেক্ষাগৃহ মালিকদের কাছে নেই।এই অবস্থায় সিনেমা হল মালিকদের পাশে এসে দাঁড়ান ভাইজান। সলমন খান।
তাঁর‘রাধে-ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ ছবি ওটিটিতে মুক্তি পেলেও আবার সিনেমা হলের মুক্তির পরিকল্পনা করা হয়েছে। সিনে ইন্ডাস্ট্রির অন্দরের খবর অনুযায়ী আগামী ৬ অগষ্ট অর্থাৎ আগামী শুক্রবার বড় পর্দায় মুক্তি পাবে সামনের এই ছবি। এর আগে করোনা আবহেই ঈদের সময় ওটিটিতে মুক্তি পেয়েছিল রাধে-ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ ছবিটি। কারণ ভাইজান একবার যা কমিটমেন্ট করেন তা তিনি অবশ্যই পালন করেন। প্রতি বছরই ঈদের দর্শকদের জন্য সলমন একটি নতুন ছবি উপহার দেন। সেই মতোই ২০২০ সালের ঈদে এই ছবি মুক্তির দিন ঘোষণা করা হয়। তবে কোভিডর কারণে সব ওলট পালট হয়ে যায়। লকডাউনের কারণেই ছবির শ্যুটিং শেষ করতে পারেন না সলমন । এর পর লকডাউন শিথিল হলে এই ছবির শ্যুটিংয়ের কাজ শেষ করে আবার ছবি ঘোষণা করেন। তবে ততোদিনে কোভিডে দ্বিতীয় চলে আসে ফলে আবার লকডাউন হয়ে যায়। তবে ২০২১সালে ঈদের দিন ওটিটি প্ল্যাটফর্মেই এই ছবি মুক্তি পায়। দর্শকরা সলমনের ছবি দেখতে পেলেও বড় পর্দার সলমনের অ্যাকশন আনন্দ থেকে বঞ্চিত হয়েছেন সলমন ভক্তরা। এবার ভক্তদের খুশি করতে সারা দেশ জুড়ে সলমনের ‘রাধে-ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই ‘মুক্তি পাবে আগামী শুক্রবার।