সিনেমা বা ওয়েব সিরিজের কাজের পাশাপাশি স্বস্তিকা মুখোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় নিজের নানা ধরনের পোস্ট শেয়ার করেন। তাঁর এই পোস্ট মুহূর্তে ভাইরাল হয়ে যায়। অনেক সময়ই নেটিজেনদের নানা কটু কথার সম্মুখীন হন নায়িকা। তবে সেই সব কথা নিয়ে চুপ না করে সোশ্যাল মিডিয়ায় তাঁকে সরব হতে দেখা যায়।
সম্প্রতি স্বস্তিকা এমনই একটি ভিডিও পোস্ট করেন তাঁর ইনস্টাগ্রামের পাতায়।সেখানে লাস্যময়ী সাজে নিজেকে সাজিয়ে একটি বহুল প্রচলিত গানের সঙ্গে নাচ করেছেন। এই গানটি হিন্দি ‘রেস’ ছবির গান। সিনেমাতে এই গানের সঙ্গে পর্দায় দেখা গিয়েছিল আর এক লাস্যময়ী কাটরিনা কাইফকে।
সেই ‘টাচমি’ গানের সঙ্গেই স্বস্তিকা নাচের ভিডিও শেয়ার করেণ। তাঁর সঙ্গে লিখে দেন, টাচটার উপরই জোর দিতে চান তিনি। অর্থাৎ স্বস্তিকা স্পর্শের কথা বলছেন। শরীরী আবেদনের সঙ্গে হয়তো তাঁর মনকে স্পর্শ করার কথাই বলতে চাইছেন।
তবে নেটিজেনদের বেশ পছন্দ হয়েছে স্বস্তিকার এই অবতার। অনেকেই কমেন্ট বক্সে তাঁর সৌন্দর্যের প্রশংসা করেছেন, অনেকে আবার জানতে চেয়েছেন এটি কী তাঁর নতুন কোন চরিত্রের লুক। এই বিষয়ে অবশ্য নায়িকা এখনও কিছুই জানান নি। কিছুদিন আগেই ‘চরিত্রহীন ৩’ তে আবেগ ঘন দৃশ্যে অভিনয় করতে দেখা গেছে। দর্শকদের এই রাশিয়ার চরিত্র মনে ধরেছিল। এছাড়াও ‘মোহমায়া’ সিরিজে একদম অন্য স্বস্তিকাকে পেয়েছে দর্শক । রুমের সঙ্গে অভিনয়ের সঠিক তালমেলের কারণেই বলিউডের বহু সিরিজের কাজে দেখতে পাওয়া যাচ্ছে। খুব শীঘ্রই আসতে চলেছে ‘ব্ল্যাক উইডো’ সিরিজের দ্বিতীয় ভাগ। এছাড়াও বলিউডের বেশ কিছু প্রজেক্টের সঙ্গে যুক্ত তিনি। যে ভিডিওটি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। দেখে নিন তার ঝলক।