পরনে লাল পাড় সাদা শাড়ি, কানে একজোড়া কানের দুল আর গালে মাথায় সিঁদুর। এভাবেই মা দুর্গাকে বিদায় জানালেন টলিউড অভিনেত্রী। সিঁদুর খেলার অন্যদের সঙ্গে তোলা এরকম ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিনেত্রী পাওলি দাম লিখেছেন, “আসছে বছর আবার হবে”। অন্যান্য তারকাদের মতো এবছরের পাওলি মেতেছিলেন দশভুজার আরাধনায়। নিকটাত্মীয় অপরিচিতদের সঙ্গে সিঁদুর খেলায় নিজেকে রাঙিয়ে দিলেন লাল সিঁদুরে।
আরও পড়ুন: দশমীতে রানীর মনে পড়ল পুরনো স্মৃতি
মাকে বরণ করলেন আর তুললেন সেলফি। পাওলির শ্বশুরবাড়ি অসমে। কলকাতার লেক গার্ডেন্সে তাঁর বাড়ি। কিছুদিন আগে শ্বশুরবাড়িতে বিশ্বকর্মা পুজোর আয়োজন করেছিলেন তিনি। সে কাজের শাশুড়ি মাকে একান্ত ভাবে পাশে পেয়েছিলেন পাওলি। সেসব ছবি তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। এবার দুর্গা পুজোতে শাশুড়ি মায়ের সঙ্গে সময় কাটাতে পেরে যথেষ্ট উৎফুল্ল বাংলা ছবির এই নায়িকা। কিছুদিন আগেই টলিউডে শেষ করেছেন অর্জুন দত্ত ‘বিরিয়ানি’ ছবির শুটিং। কলকাতা এবং মুম্বই দু’জায়গাতেই কাজের সুবাদে থাকতে হয় তাঁকে। পরিচালক প্রতিম ডি গুপ্তর ‘মাছের ঝোল’ এ পাওলির অভিনয় যথেষ্ট জনপ্রিয় হয়েছিল। আসলে বাঙালি খাবার, মা, প্রেম-ভালোবাসা এইসব ইমোশন পাওলিকে আরো নস্টালজিক করে তোলে। শুধু বড় পর্দায় নয় ওয়েব প্ল্যাটফর্মেও পাওলি নিজেকে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছেন।
অন্যদিকে স্বামী যিশু সেনগুপ্তর পুরনো পাড়া লেক টেরেসের পুজোতে সিঁদুর খেলায় মাতলেন নীলাঞ্জনা। পর্দায় অনেকদিন তাকে দেখা যায় না। এখন নাকি তিনি পুরোদস্তুর গৃহিণী। দুই মেয়ে সাডরা ও জারা কে নিয়ে পুরো পুজোয় মেতেছিলেন নীলাঞ্জনা। সঙ্গে ছিলেন যীশু ও ইন্ডাস্ট্রির বন্ধু-বান্ধবেরা। সেসব ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন নীলাঞ্জনা নিজেই। লাল পাড় সাদা সাবেকি শাড়ি,সোনার গহনা ও ছোট করে কাটা চুলে নীলাঞ্জনাকে সিঁদুর খেলায় দারুণ মানিয়ে ছিল। তিনি সবসময়ই সাবেকিয়ানা ও আধুনিকতার সংমিশ্রণ। আর পাঁচজনের মতো তিনিও ননদ রাযইকে নিয়ে খেললেন সিঁদুর। মা দুর্গাকে বরণ করলেন সাবেকিয়ানার মধ্যে দিয়ে। পান পাতা বুলিয়ে দিলেন মা দুর্গার দুই গালে। খাওয়ালেন মিষ্টি। নিজের গালে মেখে নিলেন সিঁদুর। পাড়ার মহিলাদের এবং আত্মীয়-স্বজনের গালে মাখিয়ে দিলেন সিঁদুর। সিঁদুর মেখে ননদ রাই ও অন্যান্যদের সঙ্গে সেলফি।
ছোটপর্দার অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী মানালি দে দশমীর দিন সিঁদুর খেলায় মেতেছিলেন। সেসব ছবি তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। গতকালই ছিল তার মায়ের জন্মদিন। মাকে তিনি পুজোর দিনগুলোতে যথেষ্ট মিস করেন। মায়ের জন্মদিনে তাঁর সঙ্গে সিঁদুর মাখা পুরনো ছবিও পোস্ট করেছেন মানালি। ছোটপর্দার পাশাপাশি বড়পর্দাতেও তার অভিনয় দর্শকদের যথেষ্ট আকৃষ্ট করেছে। মায়ের সঙ্গে পোস্ট করার ছবি পুরনো দিনের কথা মনে করিয়ে দিয়েছে মানালিকে। লিখেছেন,”মায়ের জন্মদিন ও দশমী একদিনে হওয়ায় ছবিটি শেয়ার করলাম। বছরের এই দিনে মেয়েরা নিজের মাকেই সবচেয়ে বেশি খোঁজেন। মাকে কাছে পেতে চান।” মাকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন মানালি। বেশ কয়েক বছর আগে মানালি তাঁর মাকে হারিয়েছেন। তারপর থেকে মাকে সর্বদা স্মরণে রাখার জন্য নিজের নামের মাঝখানে মায়ের নাম ব্যবহার করেন। লেখেন মানালি মনীষা দে। মানালি গায়ক সপ্তকের পর বিয়ে করেছেন পরিচালক অভিমুন্য মুখোপাধ্যায় কে। বউ কথা কও ধারাবাহিকে তিনি এতটাই জনপ্রিয় হয়েছিলেন যে এই ধারাবাহিকের চরিত্রের নাম ‘মৌরি’তেই তিনি পরিচিত হয়ে গিয়েছিলেন।
মানালি মনীষা দে
সকলেই বিজয়া দশমীর শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন সোশল মিডিয়া।