নতুন ছবি মিশন মজনু-র শ্যুটিং শুরু করে দিয়েছেন অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। প্রকাশ্যে এল ছবির ফার্স্ট লুক।শেরশাহ ছবিতে আর্মি অফিসার বিক্রম বাত্রা-র ভূমিকায় দারুণ নজর কেড়েছিলেন করণ জোহরের এই প্রিয় ছাত্র।তবে মিশন মজনু-তেও নাকি সিদ্ধার্থের চরিত্রটি দুর্দান্ত।শোনা যাচ্ছে,ছবিতে একজন র এজেন্টের ভূমিকায় থাকছেন অভিনেতা।সদ্যই ছবিতে নিজের লুক নিজের ট্যুইটারে শেয়ার করেছেন সিদ্ধার্থ।তাঁর বিপরীতে ছবিতে দেখা যাবে দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মন্দনাকে।মিশন মজনুতে কাজ করেই বলিউডে ডেবিউ করছেন রশ্মিকা।এদিন ছবি মুক্তির দিনও ঘোষণা করেছেন সিদ্ধার্থ মালহোত্রা।আগামী বছর ১৩ মে মুক্তি পাবে মিশন মজনু।
Get ready to be a part of India’s greatest covert operation that derailed Pakistan’s illicit Nuclear Ambitions!
Inspired by real events, #MissionMajnu releasing on 13th May 2022 in a cinema near you??@iamRashmika @RonnieScrewvala @amarbutala @RSVPMovies @GBAMedia_Off pic.twitter.com/Hz6pCOL8W5— Sidharth Malhotra (@SidMalhotra) November 2, 2021
।