চপার দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের। জেনারেল রাওয়াতের মৃত্যুতে গভীর শোকাহত বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। বিপিন রাওয়াতের মৃত্যুর পরই সোশ্যাল সাইটে তাঁর ছবি শেয়ার করেছেন সিদ্ধার্থ। সিডের ছবি ‘শেরশাহ’-এর ট্রেলার লঞ্চ ইভেন্টের টুকরো মুহূর্ত উঠে এসেছে সেই ছবিতে।
ভারতীয় সেনার ক্যাপ্টেন বিক্রম বাত্রার জীবন অবলম্বনে তৈরি হয়েছিল ‘শেরশাহ’। ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছিলেন সিদ্ধার্থ মালহোত্রা।পর্দায় রীতিমতো নজর কেড়েছিলেন তিনি। চলতি বছরের কার্গিল দিবসে ‘শেরশাহ’-এর ট্রেলার লঞ্চ উপলক্ষ্যে জেনারেল রাওয়াতের সঙ্গে দেখা হয়েছিল সিদ্ধার্থ মালহোত্রার। বিপিন রাওয়াতের মৃত্যুর পরই সেই স্মৃতি শেয়ার করেছেন ‘শেরশাহ’-এর ক্যাপ্টেন বিক্রম বাত্রা। সিদ্ধার্থ ছাড়াও গ্রুপ ছবিটিতে দেখা মিলেছে কিয়ারা আদবানি, ‘শেরশাহ’-এর প্রযোজক করণ জোহর এবং ছবির পরিচালকেরও।
Really sad and shocked at the tragic loss of CDS General Bipin Rawat, his wife & 11 others. It was an honour to meet him recently at Shershaah’s trailer launch.
Om shanti ??#RestInPeace #BipinRawat pic.twitter.com/kf8wmFfMLS— Sidharth Malhotra (@SidMalhotra) December 8, 2021
ট্রেলার লঞ্চের ছবি শেয়ার করে জেনারেল রাওয়াতের দুর্ঘটনায় আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিদ্ধার্থ। জেনারেল রাওয়াত- তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত এবং দুর্ঘটনায় মৃত সেনার অন্যান্য আধিকারিকদের আত্মার শান্তি কামনা করেছেন সিড।
‘শেরশাহ’-এর ট্রেলার লঞ্চে প্রয়াত জেনারেল রাওয়াতের সঙ্গে দেখা হওয়া যে তাঁর কাছে অত্যন্ত সম্মানের অভিজ্ঞতা ছিল সোশ্যাল সাইটে তাও লিখেছেন ‘শেরশাহ’-এর ক্যাপ্টেন বিক্রম বাত্রা।