টিভি সঞ্চালিকা অভিনেত্রী শিবানি ডান্দেকারের সঙ্গে তার প্রেমের গুঞ্জন প্রায় বছর দুয়েক ধরেই চলছে। ২০১৭ সালে বলি অভিনেতা ফারহান আখতারের সঙ্গে তার স্ত্রী আধুনা ভবানীর বিবাহবিচ্ছেদ হয়েছিল। তারপর কিছুদিনের জন্য শোনা গিয়েছিল শ্রদ্ধা কাপুরের সঙ্গে তিনি সম্পর্কে রয়েছেন। পরবর্তী সময়ে শিবানি দান্দেকার এর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান এই অভিনেতা। তারপর থেকে বহুবার তাদের বিয়ের গুঞ্জন উঠেছে। ৪৭ বছরে পড়েছেন ফারহান আখতার। অধুনার পর শিবানি দান্দেকার এর সঙ্গে ফারহান দ্বিতীয়বার সংসার পাততে চলেছেন বলে বহুবার গুঞ্জন উঠেছে। ২০২০ সালের শেষে ফারহান শিবানী গাঁটছড়া বাঁধবেন বলে শোনা গিয়েছিল, কিন্তু কর্নার জেরে সে পরিকল্পনা ভেস্তে যায় শেষ পর্যন্ত। ফারহান শিবানীর সম্পর্ক নিয়ে এবং তাদের বিয়ের প্রসঙ্গে জাভেদ আখতারকে ও নানারকম প্রশ্ন করা হয়েছিল। জাভেদ অবশ্য কোন সদুত্তর দিতে পারেননি। ‘এখনকার সন্তানরা অনেক কিছুই বাবা-মাকে গোপন করেন’-একথা বলে জাভেদ প্রসঙ্গ এড়িয়ে গেছেন।শিবানীর সঙ্গে ফারহান মালদ্বীপেও ছুটি কাটাতে গিয়েছিলেন। সেসব ছবি প্রকাশ্যে আসতেই ফারহানকে তাদের বিয়ে প্রসঙ্গে জিজ্ঞাসা করা হয়েছিল। সেখানেও পাশকাটিয়ে গিয়েছিলেন বলিউডের অভিনেতা। সম্প্রতি শিবানী ডান্ডেকার তার প্রেম ও বিয়ে নিয়ে মুখ খুলেছেন। তিনি জানিয়েছেন, বিয়ে নিয়ে প্রায়ই তাকে প্রশ্ন করা হয়। তবে এখনো এ বিষয়ে ফারহানের সঙ্গে তার কোনো আলোচনা হয়নি। যদি তারা কোন চূড়ান্ত সিদ্ধান্ত নেন তাহলে সবাইকে জানাবেন। অভিনেত্রী বলেন ফারহানের সঙ্গে তাঁর বোঝাপড়া খুব ভালো। লকডাউনে তারা একসঙ্গে ছিলেন। শিবানীর কথায়, ‘আমরা এর মধ্যে একসঙ্গে অনেক কিছু করেছি। বিভিন্ন কন্টেন্ট ডেভলপের কাজ করেছি। আমাদের পোষ্যদের সঙ্গে সময় কাটিয়েছি। তারপর ফরহান নিজের কাজে চলে গেছে; আমি আমার কাজে। আমাদের দুজনের বোঝাপড়া বেশ ভালো। এটুকু বলতে পারি আমাদের পছন্দ প্রায় একই রকম।’