বাংলা টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক ‘কৃষ্ণকলি’র অন্যতম জনপ্রিয় চরিত্র শ্যামা। যে চরিত্রে অভিনয় করেন তিয়াসা রায়। সম্প্রতি তিয়াসা সোশ্যাল মিডিয়ায় শ্যামা ওরফে তিয়াসা ঘোড়ার পিঠে চড়ে বেশ কিছু ছবি পোস্ট করেছেন। তার পরনে কালো টিশার্ট এবং হাফপ্যান্ট। যা দেখে নেটিজেনরা ছোটপর্দার শ্যামাকে খুঁজে পাচ্ছেন না। দর্শকরা কখনো তাকে এমন লোকে দেখেন নি। ছবির ক্যাপশনে তিয়াসা লিখেছেন মানসিকতা যদি পজিটিভ থাকে, তবেই পজেটিভ জিনিস আসে। তার নতুন লুকের অনেকে আবার প্রশংসাও করেছেন। শ্যামার লোক থেকে বেরিয়ে আসে তিনি অন্য কোন চরিত্রে ট্রাই করবেন কিনা তা নিয়েও অনেকে জানার চেষ্টা করেছেন। গত কয়েক মাস ধরেই তিনি তার লোক নিয়ে নানান এক্সপেরিমেন্ট করছেন। তার নিজের কথায়,’অভিনেতারা কখনো এক জায়গায় বাধা থাকতে পারেন না’।
এতদিন শ্যামার লুক ক্যারি করতে হতো বলে হয়তো এসব ছবি পোস্ট করতাম না। সকলেই সেই চরিত্রটিকে ভালোবাসতো,তাই সেই ভালোবাসায় আঘাত করতে চাননি তিয়াসা। এখন তিন বছর হয়ে গিয়েছে নিজেকে একটু চেঞ্জ করতে চান তিনি। এক হাজার এপিসোড পেরিয়ে গিয়েছে এই জনপ্রিয় ধারাবাহিকের। তিয়াসার কথায়, ‘অনেক পরিশ্রম করে দর্শকদের ভালবাসা পেয়েছি। ক্যামেরার পিছনেও বহু মানুষের অক্লান্ত পরিশ্রমে এটা সম্ভব হয়েছে। কৃষ্ণকলি ধারাবাহিকের সেই আমি একটা মেয়ে,ছেলে এবং জামাই পেয়েছি। নাতিনাতনীর মুখ যেন দেখে যেতে পারি।’
বন্ধুদের সঙ্গে কয়েক দিন আগে মন্দারমণিতে জন্মদিন সেলিব্রেট করেছেন তিয়াসা। ঘোড়ার পিঠে তিয়াসার এমন হট ছবি অনেকেরই ধারণা তখনই তোলা। যদিও তিয়াসা এ ব্যাপারে মুখ খোলেননি। তার অনুরাগীদের সঙ্গে জন্মদিনের সেলিব্রেশন সকলকে তাক লাগিয়ে দিয়েছে। অনুরাগীদের সঙ্গে দেখা করে জন্মদিনের সেলিব্রেশন দেখে অনেকেই বলেছে এ এক অন্য তিয়াসা। এর আগে তিয়াসাকে এভাবে কখনো কেউ দেখেনি।