অঙ্কিতা লোখাণ্ডেকে শুভেচ্ছা জানালেন সুশান্ত সিং রাজপুতের দিদি শ্বেতা সিং কীর্তি।একতা কাপুরের ‘পবিত্র রিস্তা’ ধারাবাহিকে কাজ করেই অভিনয়ের জগতে পা রেখেছিলেন অকাল প্রয়াত সুশান্ত।শুধু তাই নয়,এই পবিত্র রিস্তা-র সেট থেকেই শুরু হয়েছিল সুশান্ত এবং ধারাবাহিকের নায়িকা অঙ্কিতা লোখাণ্ডে-র প্রেমকাহিনী।সে আজ বহুদিনের কথা।দীর্ঘদিন আগেই শেষ হয়ে গিয়েছে ধারাবাহিক। গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে অনেক জল।অঙ্কিতাকে ছেড়ে রিয়া চক্রবর্তীর সঙ্গে নতুন সম্পর্কে জড়িয়ে পড়েন সুশান্ত।গতবছর জুনে প্রয়াত হয়েছেন অভিনেতা।
চলতি বছরেই ‘পবিত্র রিস্তা 2.0’ নিয়ে একতার ভাবনা-চিন্তা প্রকাশ্যে আসে।পবিত্র রিস্তার নতুন গল্প এবার আর টেলিভিশনে নয়,একেবারে ওটিটি প্ল্যাটফর্মে।এবং মেগা সিরিয়াল নয়,ওয়েব সিরিজ।‘পবিত্র রিস্তা 2.0’ তে নায়িকা থাকছেন অঙ্কিতা লোখাণ্ডেই।শুধু বদলে গিয়েছেন নায়ক।সিরিজে অঙ্কিতার সঙ্গে অনস্ক্রিন রোম্যান্সে দেখা যাবে শাহির সেখকে। ভাইয়ের প্রাক্তন বান্ধবীকে ভীষণ ভালোবাসতেন সুশান্তের দিদি শ্বেতা সিং কীর্তি।ইনস্টা স্টোরিতে নতুন ওয়েব সিরিজের সাফল্য কামনা করলেন তিনি।শুধু অঙ্কিতাকে নয়, গোটা পবিত্র রিস্তা-র টিমকেই শুভেচ্ছা জানিয়েছেন শ্বেতা।