পথে- ঘাটে, ট্রেনে- বাসে যেতে আসতে হোয়াটসঅ্যাপ চ্যাট, সে তো আপনি আমি সবাই করে থাকি! ভিড় ট্রেনে আপনি হয়তো চ্যাটে মগ্ন এমন সময়ই টুক করে আপনার মেসেজ দেখে নিলেন কেউ, এমনটাও হয়েই থাকে! তবে আমরা সে ভাবে পাত্তাই দিই না। কিন্তু যদি লিক হয়ে যায় শ্রদ্ধা কাপুরের হোয়াটসঅ্যাপ চ্যাট? তবে কেমন হবে বলুন তো? ভাবতে পারছেন না তো? আপনি ভাবতে না পারলেও এমনটা কিন্তু শ্রদ্ধার সঙ্গে হয়েছে সদ্য!
শ্যুটিং সেরে রাস্তায় হাঁটছিলেন সুন্দরী। চোখ আর মন ছিল হাতের ফোনে। সেখানেই গল্পগাছায় ব্যস্ত ছিলেন শ্রদ্ধা। আর যান কোথায়? শ্রদ্ধার সেই চ্যাটের ছবি তুলে ফেলেছেন পাপারাতজিরা। সঙ্গে সঙ্গেই ভাইরাল তা!
পাপারাতজির তোলা ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে হোয়াটসঅ্যাপে এমন কারোর সঙ্গে চ্যাটে মগ্ন ছিলেন শ্রদ্ধা যার নাম তিনি সেভ করে রেখেছেন তিনটে লাল রঙের হৃদয়ের চিহ্ন দিয়ে, তাঁকে লিখেছেন, তাঁর মতো মানুষ শ্রদ্ধা আগে দেখেননি। বোঝাই যাচ্ছে চ্যাটের ওই রহস্যময় মানুষটি শ্রদ্ধার বেশ কাছের।
যদিও নায়িকার হোয়াটসঅ্যাপ চ্যাট এভাবে লিক হয়ে যাওয়ায় বেজায় চটেছে নেটিজেন। এমন ভাবে ছবি তোলা নিতান্তই সস্তা মানসিকতা বলে সমালোচনা করেছেন কেউ কেউ। অন্যের পার্সোনাল চ্যাটে উঁকি দেওয়া মোটেই ভাল লক্ষণ নয় বলেও মত দিয়েছেন অনেকে।
অনেকে আবার মনে করছেন পুরো ঘটনাটাই আসলে ফটোশপের কেরামতি। শ্রদ্ধার হাতের ফোনের মডেলের সঙ্গে নাকি ফোনের স্টেটাসবারের আইকন মোটেই মিলছে না! পুরোটাই সাজানো ঘটনা!